হিন্দি বিনোদন দুনিয়ার অন্যতম সফল একজন অভিনেতা সলমন খান (salman khan)। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে নিজের একটা শক্তিশালী জায়গা করে নিয়েছে বলিউডের ভাইজান। বিনোদন দুনিয়ায় তাঁর মত সুপারস্টার দুটো খুঁজে পাওয়া দুস্কর।
নিজের অভিনয় কেরিয়ারে একাধিক ব্লকবাস্টার ছবি করেছেন সলমন খান (salman khan)। তবে সেইসকল ছবির মধ্যে বেশকিছু দক্ষিণি ছবির রিমেকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছে সলমন খানকে। আর সেই সকল ছবির মাধ্যমেই দর্শকদের কাছে আরও বেশি করে জনপ্রিয় হয়েছেন তিনি।
বর্তমান সময়ে দক্ষিণি সিনেমার দিকে দর্শকদের বেশি ঝোঁক বাড়ছে। দক্ষিণি সিনেমার গল্প, অভিনেতা অভিনেত্রীদের স্টাইল, সিনেমার ডায়লগ সবকিছুই দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। যার ফলে বাংলা, হিন্দি পেরিয়ে দক্ষিণের ছবি বেশি ব্যাবসা করছে।
তবে একটা সময় নিজের কেরিয়ার তৈরি করতে সাউথের একাধিক সিনেমার রিমেকে অভিনয় করেছেন সলমন খনা (salman khan)। জানা যায়, দক্ষিণি সিনেমার রিমেকে অভিনয় করেই কেরিয়ারে এত সাফল্য পেয়েছেন তিনি। সেইসঙ্গে বেড়েছে ব্যাঙ্ক ব্যালেন্সও। সলমন খানের কেরিয়ারের পাশাপাশি বেড়েছে হিন্দি সিনেমার দর্শকের সংখ্যাও।
সতীশ কৌশিক পরিচালিত ‘তেরে নাম’ (Tere Naam) সিনেমার হাত ধরেই সলমন খানের ডুবন্ত কেরিয়ার আবারও উঠে দাঁড়ায়। এই ছবিটি সাউথের একটি সিনেমার রিমেক ছিল।
তামিল ছবি ‘চার্লি চ্যাপলিন’র রিমেকে তৈরি হয় ‘নো এন্ট্রি’ (No Entry), যেখানে অভিনয় করতে দেখা গিয়েছে সলমন খান, ফারদিন খান, এশা দেওয়াল, অনিল কাপুর, লারা দত্ত, সেলিনা জেটলিকে।
মালায়ালাম ছবি ‘কাভালান’র রিমেকে তৈরি হয় ‘বডিগার্ড’ (Bodyguard )। কমেডি, অ্যাকশন এবং রোমান্টিকতায় ভরপুর এই ছবিতে সলমন খানের বিপরীতে করিনা কাপুরকে দেখা গিয়েছে।
দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর ‘পোকারির’ রিমেকে তৈরি হয় সলমন খানের ‘ওয়ানটেড’ (Wanted)।
এছাড়াও সলমন খানের ‘রেডি’ (Ready) সিনেমাটি দক্ষিণি ছবির রিমেক।