Skip to content

দামী ব্যাগ কাঁধে নিয়ে গোটা প্যারিস ঘুরলেন শুভশ্রী, দাম শুনে চক্ষুচড়কগাছ নেটিজনদের

    img 20220921 174705

    ছেলে ইউভানের দ্বিতীয় জন্মদিনটা বিদেশের মাটিতে সেলিব্রেট করার জন্য কিছুদিন আগেই প্যারিস (Paris) উড়ে গিয়েছিলেন টলিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। ফ্লাইটে ওঠার আগের মুহূর্ত থেকে প্যারিস ভ্রমণের প্রতিটি মুহূর্তই তাঁরা শেয়ার করে নিয়েছেন স্যোশাল মিডিয়ার।

    সেখানে কখনও দেখা গিয়েছে, রোপওয়ে থেকে ইউভানকে গরু দেখাচ্ছেন শুভশ্রী, আবার কখনও শর্ট ড্রেস পড়ে আইফেল টাওয়ারের সামনে বসে পোজ দিচ্ছেন শুভশ্রী। এসমস্ত ছবি আবার নেটদুনিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে মুহূর্তেই ভাইরালও হয়ে গিয়েছিল। যা দেখে আবার বিভিন্ন রকম কমেন্ট করতেও দেখা গিয়েছে নেটিজনদের।

    img 20220921 174829

    তবে এসবের মধ্যে স্যোশাল মিডিয়ায় এখন একটাই বিষয় ঘুরপাক খাচ্ছে তা হল শুভশ্রীর (Subhashree GGanguly) সঙ্গে থাকা একটি ব্যাগ। একটি ছবিতে দেখা গিয়েছে, আইফেল টাওয়ারের সামনে বসে সুন্দর পোজ দিয়ে শুভশ্রীকে ছবি তুলতে। আর সেখানে সাদার উপর গোলাপি ফুলের মোটিফের কাজ করা ফ্লোরাল প্রিন্টের খুবই সুন্দর একটা শর্ট ড্রেস পরিহিত অবস্থায় ছিলেন অভিনেত্রী। কোমর পর্যন্ত বডি ফিট প্যাটার্নের এই মনোটোনে কোমরের নিচ থেকে রয়েছে ফ্লেয়ারড ডিটেলিং। আবার পোশাকের দুদিকে দুটো নুডুল স্ট্র্যাপের সঙ্গে ছিল ডিপ নেকলাইন। যাতে অনন্য সুন্দরী লাগছিল অভিনেত্রীকে।

    তবে এই ছবি দেখে অভিনেত্রীর সৌন্দর্য্যের প্রশংসা হওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে থাকা ব্যাগটি নিয়েও বেশ আলোচনা চলে নেটদুনিয়ায়। কারণ, শুভশ্রীর সঙ্গে থাকা এই সাদা এবং কালো রঙের ব্যাগটি বেশ নজর কড়েছে নেটিজনদের। জানা গিয়েছে এই ব্যাগটি ব্যালেনসিয়াগো কোম্পানির, যা স্টাইলিং অ্যাক্সেসরিজগুলোর জন্য বর্তমানে ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

    img 20220921 174748

    এর এই ব্যাগ দেখার পর ব্যাগের মূল্য জানার আগ্রহ বেড়ে গিয়েছে নেটনাগরিকদের মধ্যে। এই নামী ব্রান্ডের প্রত্যেকটি সামগ্রীর আকাশছোঁয়া দামের মতই এই ব্যাগটির দাম জানা গিয়েছে ১,২১৬ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ লক্ষ টাকা। শুভশ্রীর (Subhashree GGanguly) পোশাকের সঙ্গে এই ব্যাগ, প্যারিসের সঙ্গে বেশ মানানসই বলেই জানিয়েছেন নেটিজনরা।