বর্তমান সময়ে দর্শকদের মধ্যে দক্ষিণি সিনেমা (south indian movies) দেখার প্রবণতা অনেকগুণ বেড়ে গিয়েছ। দক্ষিণি সিনেমা থেকে শুরু করে, দক্ষিণি তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানতে আগ্রহী হচ্ছে মানুষজন। এমনকি দক্ষিণি ছবির হিন্দি রিমেকও কাঁপাচ্ছে বক্স অফিস।
তবে এবার দক্ষিণি ছবি নিয়ে এক বড় ঘোষণা করলেন পরিচালক এস এস রাজামৌলির বাবা বিজয়েন্দ্র প্রসাদ (vijayendra prasad)। দক্ষিণ ইন্ডাস্ট্রির অন্যতম হিট ছবি ‘RRR’, ‘বাহুবলী’ এবং বলিউডের ‘বজরঙ্গি ভাইজান’, ‘রাউডি রাঠোর’-র গল্পও লিখেছিলেন তিনি। এমনকি ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল তাঁকে। এবার শোনা যাচ্ছে হাতে আর কলম নাও ধরতে পারেন এই বিখ্যাত ব্যক্তি।
বিষয়টা হল, এবারে ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিজয়েন্দ্র প্রসাদ (vijayendra prasad)। সেই কারণে তিনি জানান, ‘আমার কাছে আগে দেশ, তারপর অন্যকিছু। মনোনয়ন সম্পর্কে আমার কোন বিশেষ ধারণা ছিল না। বিষয়টি সম্পর্কে বিশদে জানতেই আমি বিস্মিত হই। একজন ব্যক্তির কাছে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত হওয়া গর্বের বিষয়। তাই আমার কাছে প্রথম অগ্রাধিকার হল রাজ্যসভার দায়িত্ব পালন করা। আর অবসর সময়ে আমি চলচ্চিত্রের গল্প লেখার কাজ করব’।
জানিয়ে রাখি, বর্তমান সময়ে ‘বজরঙ্গি ভাইজান’র সিক্যুয়েল ‘পবন পুত্র ভাইজান’র জন্য চিত্রনাট্য লিখছেন বিজয়েন্দ্র প্রসাদ (vijayendra prasad)। এছাড়াও তাঁর কাছে ‘রাউডি রাঠোর 2’, 1770: এক সংগ্রাম, বঙ্কিম চন্দ্র চ্যাটার্জির 1882 সালের বাংলা উপন্যাস আনন্দমঠের রূপান্তরের কাজও রয়েছে। মহেশ বাবু এবং ছেলে এসএস রাজামৌলির পরবর্তী ছবির গল্প লেখার দায়িত্বও রয়েছে তাঁর হাতে। এছাড়াও এমন কিছু ছবির কাজ রয়েছে তাঁর হাতে, যার এখন ও অবধি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।