Skip to content

মাত্র ২৫ শতাংশ অর্থ নিয়ে শুরু করুন এই ব্যবসা, ৭৫ শতাংশ সরকারি সাহায্য পেয়ে প্রতি মাসে আয় হবে লক্ষাধিক টাকা

    চাকরী অপেক্ষা ব্যবসার দিকেই বেশি ঝোঁক রয়েছে আজকের প্রজন্মের যুব সম্প্রদায়ের। অন্যের কাছে গোলামী করার থেকে স্বাধীনভাবে নিজের ব্যবসা করতেই বেশি পছন্দ করেন আজকের যুবসমাজ। সেই কারণে বর্তমান সময়ে ভারতে গড় উঠেছে বিভিন্ন ছোট বড় নানা রকমের ব্যবসা।

    এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার এক বিশেষ ব্যবসার কথা তুলে ধরেছে। যার ফলে পরিবেশ দূষণ থেকেও মুক্তি পাওয়া যাবে এবং প্রচুর পরিমাণে অর্থও উপার্জন করা যাবে। সম্প্রতি সময়ে প্লাস্টিকের কাপ এবং কাগজের কাপের চাহিদা থাকায় এই ব্যবসাই শুরু করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র সরকার (central govt)।

    এই ব্যবসা শুরু করার জন্য কেন্দ্র সরকার (central govt) বিশেষ মুদ্রা স্কিম দিচ্ছে আপনাকে। সেইসঙ্গে ব্যবসা করলে মিলবে ভর্তুকিও। জানা গিয়েছে, ২৫ শতাংশ অর্থ নিয়ে এই ব্যবসা শুরু করলে সেই ব্যক্তিকে ৭৫ শতাংশ ঋণ দেবে কেন্দ্র সরকার।

    পেপার কাপ তৈরীর একটি মেশিন প্রয়োজন হবে আপনার এই ব্যবসায়। আর এই মেশিন আপনি শহরের যে কোন জায়গায় পেয়ে যাবেন। এই ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন ৫০০ বর্গফুট জায়গা। এই জায়গা আপনি নিজের বাড়িতে থাকলে সেখানেও শুরু করতে পারেন, কিংবা কোথাও বাড়ি ভাড়া নিয়েও শুরু করতে পারেন। এছাড়া প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি, সরঞ্জাম,বিদ্যুৎ এবং প্রি-অপারেটিভের জন্য প্রায় ১০.৭০ লক্ষ টাকা খরচ হবে আপনার।

    এই কাজের জন্য কর্মী রাখলে, প্রতি মাসে আপনার ৩৫,০০০ টাকা খরচ হবে। লাভের কথা বলতে গেলে এই ব্যবসায় বেশ অর্থই লাভ করতে পারেবন আপনি। ৩০০ দিন কাজ করলে প্রায় ২.২০ কোটি পেপার কাপ তৈরি করা সম্ভব। আর যদি মাত্র ৩০ পয়সা লাভ রেখে কাপগুল বিক্রি করেন তাহলে প্রচুর পরিমাণে লাভবান হতে পারেবন আপনি। তাই যদি কোন ব্যবসার পরিকল্পনা করে থাকেন, এই ব্যবসা শুরু করলে বেশ লাভবান হবেন যে কোন ব্যক্তি।