Skip to content

টুইটারে বিশেষ তকমা হারালেন বিরাট, শাহরুখ,অমিতাভের মত তারকারা! এই কারণে সরে গেল ‘ব্লু টিক’

    img 20230421 202901

    সেলিব্রেটি থেকে রাজনীতিবিদ, সাধারণ মানুষ থেকে বড় মাপের ব্যক্তিরা প্রায় অনেকেই ব্যবহার করে থাকেন সামাজিক নেটওয়ার্কিং সাইট “ট্যুইটার” (Twitter)। এই সামাজিক মাধ্যমে যারাই বিশেষ ব্যক্তি হয়ে থাকেন, তাঁদের নামের পাশে ‘ব্লু টিক’ চিহ্ন দেখতে পাওয়া যায়। সেলেব তারকা, রাজনীতিবিদ থেকে শুরু করে বড় মাপের ব্যক্তিদের অনেকের নামের পাশেই এই চিহ্ন দেখতে পাওয়া যায়।

    img 20230421 202929

    তবে বৃহস্পতিবার থেকে নিজেদের নামের পাশে এই ‘ব্লু টিক’ হারালেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিরাট কোহলি এবং রাহুল গান্ধীর মতো ব্যক্তিত্বরা। জানা গিয়েছে, পূর্বে অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক থেকে শুরু করে প্রায় তিন লক্ষ ট্যুইটার ব্যবহারকারীর নামের পাশে এই ‘ব্লু টিক’ দেখতে পাওয়া যেত।

    img 20230421 203120

    কিন্তু বর্তমানে অর্ধেকের বেশি মানুষের নামের পাশ থেকে এই ‘ব্লু টিক’ সরিয়ে নেওয়া হল। কারণ হিসাবে বলা হয়েছে, এবার থেকে টাকা দিয়ে নামের পাশের এই ‘ব্লু টিক’ পরিষেবা গ্রহণ করতে হবে। তাই যারা যারা টাকা দিয়ে এই ‘ব্লু টিক’ পরিষেবা গ্রহণ করবেন, শুধুমাত্র তাঁদের নামের পাশেই এই চিহ্ন দেখা যাবে।

    img 20230421 202918

    এই বিষয়ে মাইক্রোব্লিগং সাইট জানিয়েছে, এবার থেকে ট্যুইটারে ব্যবহারকারীকে নিজের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে হলে প্রতি মাসে ৬৫৭ টাকা করে দিতে হবে। যদি কোন সংস্থা তাঁদের ট্যুইটার অ্যাকাউন্টের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায়, তাহলে তাঁদের দিয়ে হবে প্রায় ৮২ হাজার টাকা।

    img 20230421 202946

    তাই যারা আগে থাকতেই এই টাকা দিয়েছেন, তাঁদের নামের পাশে এই ‘ব্লু টিক’ এখনও রয়েছে। আর যারা দেননি, তাঁদের নামের পাশ থেকে এই ‘ব্লু টিক’ সরিয়ে নেওয়া হয়েছে। সেই তালিকায় পড়েছেন ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি এবং কিম কার্দাশিয়ানের মতো তারকারাও।