Skip to content

স্টার জলসা’র জনপ্রিয় সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে মাত্র ৩ মাসেই! এই দিনে হতে চলেছে অন্তিম সম্প্রচার

    img 20221128 154641

    বিনোদনের জগতে ‘ধারাবাহিক’ (Serial) বিশেষ ভূমিকা পালন করে। বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রে টি আর পি (TRP) খুবই গুরুত্বপূর্ণ। এককথাই TRP’এর উপর নির্ভর করেই ধারাবাহিক সম্প্রচারিত হয়। সম্প্রতি সময়ে টিআরপি না পেলে প্রায় সব চ্যানেলগুলোই সেই ধারাবাহিক বন্ধ করার কথা ঘোষণা করে দিচ্ছে। এবার স্টার জলসা’র (Star Jalsha) একটি নতুন ধারাবাহিক বন্ধের খবর শোনা যাচ্ছে।

    img 20221128 154659

     

    এর আগে খুকুমণি হোম ডেলিভারি, বৌমা একঘর’এর মত একাধিক সিরিয়াল তিন থেকে ছয় মাসের মধ্যেই বন্ধ করে দিয়েছিলো চ্যানেল কর্তৃপক্ষ। আবারও খুব অল্প দিন সম্প্রচারের পরেই বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার এই সিরিয়াল। একপ্রকার হটাৎ করেই বন্ধ হয়েছিল আগের সিরিয়ালগুলো, যা দর্শকদের অপ্রত্যাশিত ছিল। কেউ বুজতেই পারেনি যে, দর্শকদের নিরাশ করে চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করে দেবে।

    মাত্র ৩ মাসের মাথায় বন্ধ হতে চলেছে স্টার জলসা’র ধারাবাহিক “মাধবীলতা”(Madhabilata)। এবং এর পরিবর্তে আসতে চলেছে পঞ্চমী নামের একটি ধারাবাহিক। যদিও মাধবীলতা বন্ধ হওয়ার ব্যাপারে কোন বিবৃতি পাওয়া যায়নি চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে। অভিনেত্রী ‘শ্রাবণী’র স্টার জলসার প্রথম সিরিয়াল ছিল মাধবীলতা। যেখানে তিনি গ্রামের একটি আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করছিলেন।

    img 20221128 154727

    মাধবীলতার কাহিনী সঠিকভাবে চিত্রায়িত হওয়ার আগেই বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়ালটি। যতদূর জানা যাচ্ছে, এই ধারাবাহিকটিও বন্ধ হওয়ার পেছনে রয়েছে টিআরপি মূল ভূমিকা। ধারাবাহিকের জনপ্রিয়তা বিচার করা হয় টিআরপি এর নিরিখে। মাধবীলতা সিরিয়ালটি তেমন জনপ্রিয়তায় এবং দর্শকদের মনে জায়গা করতে পারেনি বলেই জানা যাচ্ছে। হয়তো এই জন্যই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক।