Skip to content

আমূল বদলে গিয়েছে শ্রীকৃষ্ণ, নতুন লুক দেখে ভিড়মি খাচ্ছে নেটিজনরা

    ৯০-র দশকে টেলিভিশনে সম্প্রচারিত ধারাবাহিক শ্রীকৃষ্ণ (sree krishna) খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। সেইসময় রামায়ণ মহাভারতের মত, শ্রীকৃষ্ণও মানুষের মনে জায়গা করে নিয়েছিল। সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্থাৎ ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেতা সর্বদমন বন্দ্যোপাধ্যায় (sarvadaman banerjee)।

    সেইসময় শ্রীকৃষ্ণের (sree krishna) চরিত্রে অভিনয়ের পর রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেতা সর্বদমন বন্দ্যোপাধ্যায়। আজও তাঁর সেই চরিত্র মানুষের হৃদয়ে স্পষ্ট। তবে বর্তমান সময়ে সেই শ্রীকৃষ্ণের এমন একটি লুক সামনে এসেছে, যা দেখে তাঁকে চেনার কোন উপায় নেই। সেই মিষ্টি চেহারা আমূল বদলে গিয়েছে।

    Sarvadaman D Banerjee ( 😷#Staysafe ) on Twitter: “Gym time 💪 https://t.co/0HxSx03OWu” / Twitter

    সম্প্রতি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা সর্বদমন বন্দ্যোপাধ্যায়। যেখানে তাঁকে একটি জিম সেন্টারে জিমরত অবস্থায় দেখা গেছে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘Gym time’।

    অভিনেতার এই ছবি দেখে তাঁকে অনেকেই চিনে উঠতে পারেননি। অনেকে আবার তাঁকে হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গেও তুলনা করেছেন। ৭৫ বছর বয়সে এসে সেই ৯০ দশকের কৃষ্ণের মত চেহারা না থাকলেও, তাঁর বর্তমান চেহারা হার মানাবে তাবড় তাবড় ফিটনেস ট্রেনারদের। তবে অভিনেতার এই চেহারার প্রশংসাও করেছেন নেটিজনরা।

    ১৯৮৩ সালে আদি শঙ্করাচার্য ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা, যা শ্রেষ্ঠ ফিচার ফিল্ম হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিল। পাশাপাশি ১৯৮৬ সালে সিরিভেনেলা চলচ্চিত্রে একজন অন্ধ বাঁশিওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন সর্বদমন বন্দ্যোপাধ্যায় (sarvadaman banerjee)।