Skip to content

হিট যাচ্ছে না সিনেমা! তবুও মালদ্বীপে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন শ্রাবন্তী, রিসোর্টের এক রাতের ভাড়া শুনে চোখ উঠবে কপালে

    img 20220723 204903

    এক সময়ের টলিউড কাঁপানো অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জী। কিন্তু বর্তমানে তার সময়টা ভালো যাচ্ছে না। কারণ আজকাল টলিপাড়ায় শ্রাবন্তী চ্যাটার্জী ও বিতর্ক একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন কারণ নিয়ে তাকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ নেটিজেনদের অভাব নেই। কখনো একাধিক প্রেম, আবার অসফল দাম্পত্য, পদ্মশিবিরে পতন, কখনো বা রাজনৈতিক কারণ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে নেটিজনদের কাছে।

    Srabanti tour maldbip

    অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী অভিনয়ের পাশাপাশি ভ্রমণের অনুরাগীও বটে। তাই তিনি সময় পেলে ঘুরে আসতে মিস করেন না। সম্প্রতি এই নায়িকার বেশ কিছু রোমান্টিক মুহূর্ত আজকাল সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হচ্ছে। খবর সামনে আসছে, বর্তমানে তিনি মালদ্বীপে গিয়ে এই রোমান্টিক মুহূর্ত উপভোগ করছেন। জানা যাচ্ছে এখন মালদ্বীপের বিলাসবহুল রিসর্টে গিয়ে সময় কাটাচ্ছেন (Srabanti chatterjee tour of luxurious resort maldbip) তিনি।

    পাওয়া তথ্য অনুযায়ী, তিনি মালদ্বীপের মেডহুফারু আইল্যান্ডে অবস্থিত সমুদ্রের নীল জলশরির মাঝে ‘সোনেভা জানি’ রিসর্টে সময় কাটাচ্ছেন। যেখানে একটি ভিলায়ের ন্যূনতম চার্জ একদিনে ১.৫ লক্ষ টাকারও বেশি এবং সব থেকে বেশি বিলাসবহুল ভিলায়ের চার্জ ২৪ লক্ষ টাকা পর্যন্ত। আবার বিশেষ সুযোগ-সুবিধার পাশাপাশি ভিলায়ের চার্জ বাড়তে থাকে।

    সম্প্রতি এই বিলাসবহুল রিসোর্ট থেকে সামাজিক মাধ্যমে একাধিক ছবি শেয়ার করছেন তিনি। যেখানে তাকে কখন কালো মনোকিনি, কখন কমলা মনোকিনি, আবার কখন বা সিনথেটিক স্রাগের লুকে দেখা যাচ্ছে তাকে। যা মালদ্বীপের সমুদ্রের নীল জলশারির মাঝে এই রোমান্টিক ছবিগুলো নেটপাড়ার উষ্ণতা বাড়িয়েছে।

    তবে এই ব্যাপারটি নিয়েও নেটিজেনরা কটাক্ষ করতে কম করেনি। নেটিজেনরা কটাক্ষ করে জানতে চেয়েছেন এই ভ্যাকেশনের সঙ্গী কে? তাহলে কি নতুন কিছুর উদ্ভব? এদিকে অভিনয় জগতে অন্যবদ্ধ ফ্লপ খাচ্ছেন তিনি।কিছু দিন আগেই তার অভিনয়ে ‘ভয় পেও না’ ছবি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি বক্স-অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি।