Skip to content

Splender বাইকে তিনটি টায়ার, একসঙ্গে বসে ৫ জন, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

  img 20230321 010134

  পৃথিবীতে বাইক প্রেমীদের অভাব নেই। কিছু মানুষের একটা আলাদা জগৎ জড়িয়ে রয়েছে বাইককে ঘিরে। বহু গাড়ি প্রেমীরা নতুনত্ব কিছু দেখাতে বাইক এবং গাড়ি মডিফাই করে থাকে। লোকেরা তাদের গাড়িটিকে বাকিদের থেকে আলাদা করতে অনেক অর্থও ব্যয় করে। কেউ কেউ সাইলেন্সারে পটকাও লাগিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় (Social media) এই ধরনের ভিডিও প্রচুর দেখা যায়।

  img 20230321 002409

  সম্প্রতি এমনই আরেকটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। এতে একজন ব্যক্তি তার বাইক নিয়ে কিছু চরম পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এতে বাইকের আসল পরিচয় বদলে গেছে। এই লোকটি তার স্প্লেন্ডার বাইকটিকে তিন চাকার বাইকে রূপান্তরিত করেছে। এই ভিডিও দেখে সবাই হতবাক। লোকটি বাইকটি সম্পূর্ণ পরিবর্তন করেছে, এবং এতে একটি অতিরিক্ত টায়ার যোগ করেছে।

  এখন বাইকটি তিন টায়ারে পরিণত হয়েছে। সেই সঙ্গে এর রঙ ও নকশাও পুরোপুরি বদলে গেছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে ১৩ জানুয়ারি। এখন পর্যন্ত ভিডিওটি ১ কোটির বেশি ভিউ পেয়েছে। এর পাশাপাশি মানুষ নানা রকম মন্তব্য করছেন ভিডিওটি নিয়ে। কেউ বলছে এটা বন্ধ না করলে বাইকটিকে রেলে পরিণত হবে।

  কেউ লিখেছেন যে, যাই ঘটুক না কেন, বাইকটিকে পরিপূর্ণতায় পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে কেউ কেউ এটাকে সড়ক নিয়মের পরিপন্থী বলেছেন। লিখেছেন, এমনটা করা নিয়মের পরিপন্থী নয়, জীবনের জন্যও হুমকি। যাই হোক ভিডিওটি মানুষ মজার সাথে উপভোগ করছে, এবং শেয়ার করছে।