Skip to content

আমূল বদলে গিয়েছেন ‘উত্তরণ’ ধাবাহিকের ছোট্ট ইচ্ছা, জীবনে এই পেশাকে বেছে নিতে চান স্পর্শ খানচান্দানি

  img 20220705 170528

  বেশকিছু বছর আগে কালার্স চ্যানেলের ‘উত্তরণ’ ধারাবাহিকে অভিনীত দুই চরিত্রে ইচ্ছা এবং তাপস্যার মধ্যে ইচ্ছা দর্শকমহলে বেশি জনপ্রিয় হয়েছিল। সেইসময় সেই ছোট্ট মেয়েটি দর্শকদের থেকে প্রচুর ভালোবাসাও পেয়েছিল। সেদিনের সেই ছোট্ট ইচ্ছা অর্থাৎ স্পর্শ খানচান্দানি (Sparsh Khanchandani), আজ বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে। তাঁর এখনকার রূপের কাছে হার মানবে তাবড় তাবড় অভিনেত্রীরাও।

  বর্তমান সময়ে ২১ বছর বয়সে এসে দাঁড়িয়েছেন স্পর্শ খানচান্দানি (Sparsh Khanchandani)। ২০০৮ সালে কালার্স চ্যানেলের ‘উত্তরণ’ সিরিয়ালে এক শিশু শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এই সিরিয়াল জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল স্পর্শ খানচান্দানিকে। এরপর তিনি আরও অনেক কাজ পেয়েছিলেন। গুলাল এবং নাচ বলিয়ের মতো রিয়েলিটি শোতেও তাঁকে দেখা গিয়েছিল।

  img 20220705 170541

  সেদিনের সেই ছোট্ট ইচ্ছা আজকের এদিনে অনেক বড় হয়ে গিয়েছে। বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় দেখা যায় স্পর্শ খানচান্দানিকে। প্রায় দিনই নিজের বিভিন্ন ধরনের ছবি শেয়ার করে নেন নেটদুনিয়ায়, যা বেশ ভাইরাল হয়েছে ভ্যানদের মধ্যে। রূপালী গাঙ্গুলীর সঙ্গে তাঁর ছোটবেলার একটি ছবি স্যোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। সেখানে ইচ্ছার সঙ্গে অনুপমাকে দেখে কিছুটা অবাক হয়েছিল নেটিজনরা। তবে জানিয়ে রাখি, ‘পরবরিশ’ ধারাবাহিকে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল।

  img 20220705 170718

  বিক্রম বেতালের রহস্য গাথাই ছিল তাঁর শেষ সিরিয়াল। বাবা একজন আইনজীবী হওয়ায় এরপর কাজ ছেড়ে পড়াশুনায় মনোনিবেশ করেছিলেন স্পর্শ। তিনি নিজেও বাবার মতই একজন আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন। জানিয়ে রাখি, শিশু শিল্পী হিসাবে ধারাবাহিকে কাজ করার পর বলি ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছিলেন স্পর্শ খানচান্দানি (Sparsh Khanchandani)। আবারও ৫ বছর পর গ্ল্যামার জগতে ফিরছেন তিনি। এই খবরে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে স্পর্শর ভক্তদের মধ্যে।