Skip to content

সাউথ জ্বরে কাঁপছে গোটা দেশ, শীঘ্রই মুক্তি পেতে চলেছে দক্ষিণের সুপারস্টার কমল হাসানের অ্যাকশন ছবি ‘বিক্রম’

    সাউথ জ্বরে কাঁপছে গোটা দেশ। বর্তমান সময়ের দর্শক বাংলা, হিন্দি এমনকি হলিউডের সিনেমা অপেক্ষা দক্ষিণের সিনেমার প্রতি বেশি আকর্ষিত হচ্ছে। দক্ষিণের সিনেমা, অভিনেতা অভিনেত্রীদের স্টাইল, তাঁদের সংলাপ সবকিছুই রয়েছে পছন্দের তালিকার প্রথম দিকে।

    পুষ্পা, কেজিএফ ২, আরআরআর আলোড়ন সৃষ্টি করেছে দর্শক মহলে। দক্ষিণি তারকা আল্লু অর্জুন থেকে শুরু করে যশ, সকলের দুর্দান্ত অভিনয় দাগ কেটেছে দর্শকদের মনে। এবার এই রেশ বজায় রাখতে মাঠে নামলেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান (kamal hasan)।

    দক্ষিণের সুপারহিট রেশ বজায় রাখতে এবার মাঠে নামলেন দক্ষিণের অপর এক সুপারস্টার কমল হাসান (kamal hasan)। মুক্তি পেল কমল হাসানের বহু প্রতীক্ষিত ছবি ‘বিক্রম’ (Vikram)-এর হিন্দি ট্রেলার। ট্রেলার দেখেই গোটা ছবি রিলিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেছে দর্শকরা।

    জান গিয়েছে, আগামী ৩ রা জুন মুক্তি পেতে চলেছে এই ছবি। আর এই ছবিতে কমল হাসান (kamal hasan) ছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি এবং ফাহাদ ফাজিল সহ একাধিক তারকারা। সাউথের এই স্টারকে একসঙ্গে এক পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা।

    একাধারে অভিনেতা বিজয় সেতুপতির মারমুখী স্টাইল দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকে, অন্যদিকে ‘বিক্রম’ (Vikram) ছবিতে কমল হাসানের রকিং স্টাইল দেখে উন্মাদনা সৃষ্টি হয়েছে দর্শকদের মধ্যে। ট্রেলার দেখেই দর্শকরা বলেছেন, এই ছবি সকলের চোখ খুলে দেবে। সেইসঙ্গে অভিনেতা কমল হাসানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে তাঁর ভক্তরা।

    লোকেশ কানারাজ পরিচালিত ‘বিক্রম’ (Vikram) ছবিটি আগামী ৩ রা জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি একাধিক ভাষায় মুক্তি পেতে চলেছে। যা ২০২২ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি। গোটা ভারত জুড়েই এই ছবির প্রচার চলছে জোরকদমে।

    জানিয়ে রাখি, তামিল ভাষায় গত ১৫ ই জুন এই ছবির ট্রেলার লঞ্চ করার পর হইচই পড়ে গিয়েছে সর্বত্রই। ইতিমধ্যেই ইউটিউবে কয়েক কোটি মানুষ দেখে নিয়েছেন এই ছবির ট্রেলার। ছবির ট্রেলার দেখেই অনুমান করা যাচ্ছে ছবিটি কতোটা হিট হতে পারে।