Skip to content

ফিল্ম থেকে বাদ পড়ল আলিয়া,জাহ্নবী’র নাম, এই দক্ষিণী অভিনেত্রীর সাথে রোমান্স করবেন অভিনেতা জুনিয়র এনটিআর

    বর্তমানে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। সদ্য মুক্তি প্রাপ্ত ছবি আর আর আর (RRR) নিয়ে জুনিয়র এনটিআর (Junior NTR) একাধিক বার শিরোনামে ছিলেন। আবারও এনটিআর তার আসন্ন ছবি নিয়ে বেশ আলোচনায় রয়েছেন। সুপারস্টার জুনিয়র এনটিআর তার পরবর্তী ছবির জন্য বিখ্যাত পরিচালক ‘কোরাতলা শিবা’র সঙ্গে হাত মিলিয়েছেন।

    এর আগেও সুপারস্টার জুনিয়র এনটিআর ও পরিচালক কোরাতলা শিবা দর্শকদের ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছিলেন। এবং বক্স অফিসে দুর্দান্ত ব্যবসাও করেছিল ছবিগুলো। এনটিআরের পরবর্তী ছবির নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ মান। RRR-এর পরে, পরিচালক শিবার এই ছবিতে আলিয়া ভাটকে অভিনেতা জুনিয়র এনটিআর-এর বিপরীতে অভিনয়ের জন্য শোনা গিয়েছিল।

    তবে পরবর্তীতে ছবিতে আলিয়া ভাট এর পরিবর্তে বলিউডে অভিনেত্রী ‘জাহ্নবী কাপুরে’র নাম সামনে এসেছিল। এছাড়া ‘এনটিআর- ৩০’ (NTR 30) ছবির জন্য পুষ্পা অভিনেত্রী ‘রশ্মিকা মান্দান্না’-এর নামও উঠে আসে, কিন্তু পরে জানা যায় যে তিনিও এই ছবির অংশ হচ্ছেন না। এমতাবস্থায় দর্শকরা ভাবতে বাধ্য হচ্ছেন যে, সব মিলিয়ে কোন অভিনেত্রী এনটিআর-এর সঙ্গে ছবিতে অভিনয় করতে চলেছেন?

    শেষ খবর অনুযায়ী, এনটিআর-৩০’ ছবিতে কোন বলিউড অভিনেত্রী নয়, দক্ষিণী অভিনেত্রী ‘সাই পল্লবী’ (Sai pallavi) কে দেখা যাবে। এনটিআর-৩০ এর জন্য সাই পল্লবীকে কাস্ট করেছেন নির্মাতারা। বর্তমানে সাই পল্লবী এ বিষয়ে কোনো তথ্য দেননি। তবে আশা করা হচ্ছে তিনি খুব শীঘ্রই এই খবর প্রকাশ করবেন। দুজনের জুটিকে পর্দায় দেখার জন্য ভক্তদের মধ্যে ব্যাপক গুঞ্জন চলছে। একইসঙ্গে জুনিয়র এনটিআর ও সাই পল্লবীর জুটি কতটা পছন্দ হয় দর্শকদের সেটাও দেখার বিষয়।