Skip to content

সাউথ স্টার সুরিয়া’র স্ত্রী জ্যোতিকা অত্যন্ত সুন্দরী, দেখুন দুজনের একসঙ্গে সুন্দর ছবি

    img 20230330 122524

    দক্ষিণ ভারতের অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তাদের মধ্যে অন্যতম দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত তারকা “সুরিয়া” (Suriya)। আজ তিনি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছেন। শুধু দেশেই নয়, অন্যান্য দেশেও সুরিয়ার ফ্যান ফলোয়িং খুবই শক্তিশালী।

    img 20230330 122558

    আজকের প্রতিবেদনে আমরা সূর্যের সুন্দরী স্ত্রী “জ্যোতিকার” কথা বলতে যাচ্ছি। সূর্যের স্ত্রী জ্যোতিকা বলিউড অভিনেতা অক্ষয় খান্নার সঙ্গে কাজ করেছেন। জ্যোতিকা দেখতে খুবই গর্জিয়াস।

    img 20230330 122623

    জ্যোতিকা দক্ষিণের পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন। বলিউডে জ্যোতিকার একটা ভালো সুনাম রয়েছে। অভিনেত্রী জ্যোতিকা তিনি বলিউড অভিনেতা অক্ষয় খান্নার সাথে ‘ডোলি সাজা কে রাখা’ ছবিতে প্রধান অভিনেত্রী হিসেবে অভিনয় করেছিলেন।

    img 20230330 122546

    ছবিতে জ্যোথিকার চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছিল। এছাড়া, আর মাধবনে’র সঙ্গেও কাজ করেছেন এই অভিনেত্রী। অভিনেত্রী জ্যোতিকার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯৮ সালে ‘ডলি সাজ কে রাখা’ সিনেমার মাধ্যমে।

    img 20230330 123209

     

    এরপর, তিনি অনেক হিন্দি, কন্নড়, তামিল এবং তেলেগু ছবিতে তার দুর্দান্ত অভিনয় দিয়ে তার প্রতিভা প্রমাণ করেছেন। ২০০৬ সালে জ্যোতিকাকে বিয়ে করেন দক্ষিণী ছবির সুপারস্টার সুরিয়া। বর্তমানে জ্যোতিকা ও সুরিয়ার দুটি সন্তান রয়েছে।