Skip to content

আম্বানির থেকে কোন অংশে পিছিয়ে নেই দক্ষিণী তারকা রামচরণও, রয়েছে কোটি টাকার বাড়ি থেকে বিলাসবহুল ভ্যানও

    বর্তমান সময়ে দেশের অন্যতম ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছে শিল্পপতি মুকেশ আম্বানির (mukesh ambani) নাম। তাঁর কাছে রয়েছে বিখ্যাত এবং অত্যন্ত মূল্যবান বাংলো ‘অ্যান্টিলিয়া’। কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা আম্বানির এই মূল্যবান প্রাসাদ সর্বত্র আলোচিত।

    শুধুমাত্র মুকেশ আম্বানিই (mukesh ambani) নয়, ভারতে এমন আরও একজন রয়েছেন, যার বাড়ির সঙ্গে আম্বানির বাড়ির কিছুটা মিল রয়েছে বলে জানা গিয়েছে। নিজের সেই বহুমূল্যবান বাড়ির জন্যই বর্তমানে আলোচনার শীর্ষে উঠে এসেছন দক্ষিণী তারকা রামচরণ (ram charan)।

    Ram Charan on Instagram: “THE MAN WHO GAVE US EVERYTHING Thank you so much Dad for this B O S S B U S T E R #bossbuster #syeraanarasimhareddy”

    দক্ষিণী তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন রামচরণ (ram charan)। সম্প্রতি জুনিয়ার NTR এবং রামচরণ অভিনীত সিনেমা RRR দারুণ সাফল্য পেয়েছে। আর তারপর থেকেই নীতা- মুকেশের ‘অ্যান্টিলিয়া’র মত মূল্যবান বাড়ি থাকায়, সংবাদ শিরোনামে উঠে এসেছেন রামচরণ।

    রিপোর্ট বলছে, মেগাস্টার চিরঞ্জীবীর পুত্র অভিনেতা রামচরণ বেশ বিলাসবহুল জীবন কাটান। হায়দরাবাদের জুবিলি হিলসে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে রামচরণের, যেখানে বাবা, মা এবং স্ত্রীকে নিয়ে পরিবারের সঙ্গে থাকেন অভিনেতা রামচরণ।

    ২৫ হাজার বর্গফুট জায়গা নিয়ে তৈরি এই বাংলোটি তৈরি করতে ৩০ কোটিরও বেশি অর্থ ব্যয় হয়েছে বলে জানা গিয়েছে। রামচরণের এই বাড়িতে রয়েছে নিজস্ব সুইমিং পুল, একটি টেনিস কোর্ট এবং জিমনেশিয়াম। এছাড়াও রয়েছে একটি সুন্দর বারান্দাও। সেইসঙ্গে গোটা বাড়িটা বেশকিছু সুন্দর ছবি দিয়ে সাজানো রয়েছে বলেও জানা যায়। সেইসঙ্গে রামচরণের একটি ছোট চমৎকার ভ্যান রয়েছে বলেও জানা গিয়েছে, যা একটি ছোট বাড়ির মত দেখতে।

    জানিয়ে রাখি, সদ্য মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি RRR-এ অভিনয় করতে দেখা গিয়েছে রামচরণকে (ram charan)। বাহুবলী খ্যাত এস এস রাজামৌলি পরিচালিত এই ছবি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। ইতিমধ্যেই এই ছবি ৪০০ কোটির ব্যবসা করেছে বলেও জানা গিয়েছে। এই ছবিতে রামচরণের সঙ্গে জুনিয়ার NTR, অজয় দেবগণ ও অভিনেত্রী আলিয়া ভাটকেও দেখা গিয়েছে।