Skip to content

এই ৩ সেলিব্রিটির প্রেমে পাগল ‘মিঠাইরানী’, নিজের ক্রাশদের নাম নিজেই ফাঁস করলেন সৌমিতৃষা

    img 20220630 180903

    বর্তমান সময়ে দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল জি বাংলার ‘মিঠাই’ আর এই সিরিয়ালের মুখ্য চরিত্র মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডুকে (Soumitrisha Kundu) পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। ধারাবাহিকে অনবধ্য অভিনয় দিয়ে দর্শকদের মনে একটা শক্তিশালী জায়গা তৈরি করে নিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু।

    স্যোশাল মিডিয়ায় ফ্যান সংখ্যা নেহাত কম নয় সৌমিতৃষার। মাঝে মধ্যে মজাদার কিংবা ডান্স রিলস বানাতেও দেখা যায় তাঁকে। সর্বদাই তাঁর জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহী থাকে তা অগণিত ফ্যানরা। তাঁর এই হাসির যাদুতে মজেছেন অসংখ্য পুরুষ ভক্তরা। তবে বর্তমান সময়ে বাংলার অন্যতম চর্চিত এই অভিনেত্রীর ভক্ত সংখ্যা অনেক থাকলেও, এই অভিনেত্রী যে ঠিক কার ভক্ত, তা এবার শুনে নিন।

    img 20220630 180814

    বিভিন্ন সময়ে বিভিন্ন স্টার কাস্টদের সঙ্গে রিলস, মজাদার ভিডিও শেয়ার করতে দেখা যায় সৌমিতৃষা কুণ্ডুকে (Soumitrisha Kundu)। কিন্তু এই অভিনেত্রীর পছন্দের তালিকায় কে বা কারা রয়েছেন, সেটাই হল আসল ব্যাপার। কখনও তাঁকে দেখা যাচ্ছে অনস্ক্রিন সিড, তো আবার কখনও সোম। আবার কখনও বন্ধুদের সঙ্গেও ভিডিও শেয়ার করতে দেখা যায় সৌমিতৃষা কুণ্ডুকে।

    img 20220630 180940

    নিজের জীবন নিয়ে যাই গুঞ্জন উঠুক না কেন, তাতে কুছ পরোয়া নেই বাস্তবের মিঠাইয়ের। তাঁর মনে রয়েছেন শুধুই তিনজন। যাদের জন্য পাগল সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। এক সাক্ষাৎকারে তাঁর পছন্দের বিষয়ে জানতে চাইলে জানান, জীবনে একদম সোজা সাপটা তিনি। সেলিব্রিটি ক্রাশ বলতে হলিউড তারকা জ্যাকব এল্ডির, বলিউডের শাহরুখ খান এবং  হৃত্বিক রোশন বেশ পছন্দের।