তারকাদের জীবন যেন খোলা পাতার মতন। অনস্ক্রিন কিংবা অফস্ক্রিন, তাঁদের জীবনের খুঁটিনাটি জানতে সর্বদা আগ্রহী থাকে ভক্তরা। সেখানে সোনু সুদ (Sonu Sood) সম্পর্কে বর্তমানে ভক্তদের আগ্রহ অনেকখানি বেড়ে গিয়েছে। করোনা কালে তাঁর অবদান ছিল অবিস্মরণীয়। সেই সময় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা থেকে শুরু করে অনেক দুঃস্থ মানুষকে সাহায্য করা সবেতেই এগিয়ে এসেছিলেন তিনি।
করোনা কালে সংবাদ শিরোনামে বারবার উঠে এসেছিলেন এই অভিনেতা। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন আট থেকে আশি সকলেই। এই অভিনেতা প্রথম জীবনে নাগপুর থেকে ইঞ্জিনিয়ার পাশ করে মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করে ১৯৯৬ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এরপর তাঁকে প্রথম দেখা গিয়েছিল ১৯৯৯ সালে তামিল ছবি ‘কাল্লাজাগর’-এ (Kalazhagar)।
এরপর একাধিক বলিউড ছবি আবার কখনও দক্ষিণের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে সোনু সুদকে। কখনও কমেডিয়ান চরিত্র আবার কখনও খলনায়কের চরিত্রে নিজের অসাধারণ অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা। তবে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মতন তিনি কোন বন্ধুদের পার্টি কিংবা বলিউডের কোন পার্টিতে অংশগ্রহণ করেন না। এমনকি নিজের ব্যক্তিগত জীবনকেও রেখেছেন লাইমলাইট থেকে অনেক দূরে।
তবে যতবারই মিডিয়ার সামনে সোনু সুদের স্ত্রী সোনালী সুদকে (Sonali Sood) দেখা গিয়েছে, ততবারই নিজের সৌন্দর্য্যের জন্য প্রশংসিত হয়েছেন তিনি। ১৯৯৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনু সুদ (Sonu Sood) এবং সোনালী সুদ। তারপর থেকে ২৬ টি বসন্ত তাঁরা একসঙ্গে পার করে ফেলার পরও প্রেম যেন প্রথম দিনের মতই সতেজ রয়েছে তাঁদের মধ্যে। তবে আজও ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরতে খুব একটা পছন্দ করেন না সোনালী সুদ।
সোনু এবং তাঁর স্ত্রীয়ের প্রেমের সম্পর্কে জানা যায়, পাঞ্জাবি পরিবারের সোনু সুদের (Sonu Sood)) সঙ্গে তেলেগু পরিবারের সোনালীর দেখা হয় একই কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার সময়। তারপর তাঁদের মধ্যে গড়ে ওঠে সুন্দর প্রেমের সম্পর্ক। বিয়ের পর কোন খারাপ সময়ে সোনুকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারেননি সোনালী, এমনটাই জানান তিনি। খারাপ ভালো সব সময়ই দুজন দুজনের পাশে ছিলেন। এই দম্পতির ইশান্ত সুদ (Ishant Sood) ও অয়ন সুদ (Ayan Sood) দুই পুত্র সন্তানও রয়েছে।