করোনাকালে গরীবের মসিহা হয়ে উঠেছিলে বলি অভিনেতা সোনু সুদ (sonu sood)। শুধু করোনাকালে মানুশের সাহায্য করেই থেমে যাননি এই অভিনেতা, মানুশের জন্য কাজ করে চলেছেন এখনও। বর্তমান সময়ে এবার সংবাদ শিরোনামে এসেছেন এই সোনু, একজন কুমার আর অপরজন সুদ।
বছর ১১-র সোনু কুমার বর্তমান সময়ে সংবাদ শিরোনামে উঠে এসেছে। তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ (sonu sood)। এখানেই শেষ সোনু কুমারকে সাহায্যে করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।
सोनू ने सोनू की सुन ली भाई 😂
स्कूल का बस्ता बांधिए❣️
आपकी पूरी शिक्षा और हॉस्टल की व्यवस्था हो गयी है🙏
IDEAL INTERNATIONAL PUBLIC SCHOOL BIHTA (PATNA)@SoodFoundation https://t.co/aL9EJr9TVs— sonu sood (@SonuSood) May 18, 2022
সোনুকে পাটনার স্কুলে ভর্তি করিয়ে সেখানে হোস্টেলে থাকার ব্যবস্থাও করে দিয়েছেন সোনু সুদ (sonu sood)। সঙ্গে একটি ট্যুইটে লেখেন, ‘সোনুর কথা শুনেছে আর এক সোনু। আপনার স্কুলের ব্যবস্থা করে দিয়ে সেখানে থাকার জন্য হোস্টেলের ব্যবস্থাও করে দিয়েছি’। ট্যুইটে পাটনার আইডিয়াল ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল বিআইএইচটিএর নামও উল্লেখ করেছেন তিনি।
সোনু সুদের এমন কাজের প্রশংসা করেছেন সকলেই। বিহারের জন অধিকার পার্টির সভাপতি পাপ্পু যাদবও সোনুর বাড়ি গিয়ে তাঁকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করে এসেছেন। সেইসঙ্গে পড়াশুনার সাহায্যের আশ্বাসও দিয়েছেন।
এখানেই শেষ নয়, বিহারের সোনু কুমার সংবাদ শিরোনামে আসার পর তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। পড়াশুনায় সাহায্য করার আশ্বাসও দিয়েছেন।