Skip to content

‘অন্য দেশের সঙ্গে ঝামেলা কি শেষ হয়ে গিয়েছে, যে নিজেদের মধ্যে ঝামেলা করছ!’ অজয় দেবগণকে আক্রমণ সোনু নিগমের

    ‘সংবিধানে এটা কোথাও লেখা নেই যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা’, বলি তারকা অজয় দেবগণকে ঠিক এইভাবেই আক্রমণ করলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম (sonu nigam)। সেইসঙ্গে আরও বললেন, ‘অন্য দেশের সঙ্গে আমাদের দেশের অশান্তির পরিমাণ কি কমে আছে, যে তুমি নিজেদের মধ্যে আবার সংঘর্ষের সৃষ্টি করছ’।

    সম্প্রতি সময়ে বাংলা কিংবা হিন্দি বিনোদন দুনিয়ার থেকেও দর্শকদের মনে বিপুল পরিমাণে জায়গা করে নিচ্ছে দক্ষিণি বিনোদন দুনিয়া। দক্ষিণি সিনেমা থেকে শুরু করে, তাদের স্টাইল, সিনেমার বিখ্যাত সংলাপ সবকিছুই যেন বেশি করে মানুষকে ছুঁয়ে যাচ্ছে। বর্তমান সময়ের দর্শকমহল বেশি করে দক্ষিণি ছবির দিকে আকর্ষিত হচ্ছে।

    এসবের মধ্যে ‘হিন্দি আমাদের রাষ্ট্রভাষা’ এমন মন্তব্য করে ট্রোলের শিকার হয়েছিলেন বলি তারকা অজয় দেবগণ। সেইসঙ্গে দক্ষিণি ছবি নিয়ে কিছু মন্তব্য করায় তাঁকে আক্রমণ করেন দক্ষিণি অভিনেতা কিচ্চা সুদীপ। যা নিয়ে দুজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে নিজের মতামত ব্যক্ত করেন গায়ক সোনু নিগম (sonu nigam)।

    Sushant Mehta on Twitter: “Perfect response to Ajay Devgn by Sonu Nigam: Let’s not divide people further in this country, where is it written that Hindi is our national language? 👏 https://t.co/hC9nHbXJHy” / Twitter

    এই বিষয়ে অজয় দেবগণকে আক্রমণ করে সোনু নিগম (sonu nigam) বলেন, ‘সংবিধানে এটা কোথাও লেখা নেই যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা। এই ভাষা সবথেকে বেশি ব্যবহৃত হলেও, এটা কখনওই আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়। তামিল এবং সংস্কৃত ভাষা নিয়ে তর্ক বিতর্ক থাকলেও, অনেকেই বলেন তামিল সবথেকে পুরনো ভাষা’।

    এখানেই শেষ নয়, গায়ক আরও বলেন, ‘অন্য দেশের সঙ্গে আমাদের দেশের অশান্তির পরিমাণ কি কমে আছে, যে তুমি নিজেদের মধ্যে আবার সংঘর্ষের সৃষ্টি করছ। পাঞ্জাবিদের পাঞ্জাবিতে কথা বলতে দেও, তামিলিয়ানদের তামিলে, আর যাদের কাছে ইংরাজি সহজ, তারা ইংরাজিতে বলুক। তুমিও তো মাঝে মধ্যে ইংরাজিতে কথা বল। এমনিতেই দেশে অনেক সমস্যা আছে, আর নতুন করে কোন ঝামেলা সৃষ্টি করো না’।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading