Skip to content

এখন কেমন দেখতে হয়েছেন ‘সোনপুরী’র ফ্রুটি? দেখে নিন তাঁর একগুচ্ছ ছবি

    img 20221214 091431

    ৯০’ এর বাচ্চাদের প্রিয় ধারাবাহিক শো ছিল “সোনপারি”। ‘সোনপরি’র ফ্রুটি দেখতে সুন্দর এবং আড়ম্বরপূর্ণ, তবে তার সর্বশেষ ছবিগুলি আপনাকে অশ্রুসিক্ত করবে। সোনপারি ফ্রুটি অর্থাৎ ‘তানভি হেগড়ে’ এখন অনেক বদলে গেছে। তানভিকে তার সাম্প্রতিক ছবিগুলোতে চেনা কঠিন হয়ে পড়েছে। আপনিও যদি নব্বইয়ের দশকের প্রজন্ম হন তাহলে অবশ্যই সোনপারি শো-এর জনপ্রিয়তা মনে রাখবেন।

    img 20221214 091841

    সেই সময় সোনপরী ছিল প্রত্যেক শিশুর প্রিয় অনুষ্ঠান। এবং সবাই চাইত এমন একটি সোনাপরী তাদের বাস্তব জীবনে, যে দ্রুত প্রতিটি সমস্যার সমাধান করতে পারে। প্রায় সবাই সোনপারীর ফ্রুটির সাথে এতটাই সংযুক্ত হয়ে পড়েছিলাম যে, সে সহজেই প্রতিটি শিশুর বন্ধু হয়ে উঠেছিল। ফ্রুটি অর্থাৎ তানভি হেগড়ে এখন অনেক বদলে গেছে। তানভিকে তার সাম্প্রতিক ছবিগুলোতে চেনা খুব কঠিন।

    img 20221214 091557

    ‘সোনপারি’তে ফ্রুটির চরিত্রে অভিনয় করা তানভি হেগড়ে এখন ৩১ বছর বয়সী। মাত্র তিন বছর বয়সে ক্যারিয়ার শুরু করেন তানভি। তিনি রসনা বেবি প্রতিযোগিতার বিজয়ী ছিলেন। শুধু সোনপরী নয়, তানভিকে শাকালকা বুম বুম এবং হিপ হিপ হুরে-এর মতো অনেক টিভি শো’তেও দেখা গেছে এবং টিভির জনপ্রিয় মুখ হয়ে উঠেছিল সে। ১১ই নভেম্বর ১৯৯১ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণকারী তানভি মুম্বাই থেকেই পড়াশোনা করেছেন।

    img 20221214 091543

    তানভি তার ক্যারিয়ারে এখনো পর্যন্ত দেড় শতাধিক বিজ্ঞাপন করেছেন। ২০০০ সালে ‘গজ গামিনী’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এছাড়াও ‘রাহুল’, ‘চল চলে’, ‘চ্যাম্পিয়ন’, ‘বিরুদ্ধ’ এবং ‘ওয়াহ লাইফ হো তো অ্যাসি’-এর মতো অনেক হিন্দি ছবিতেও কাজ করেছেন তানভি। বর্তমানে মারাঠি ছবিতেও সক্রিয় রয়েছেন তিনি। তাকে শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে মারাঠি ছবি ‘আথাং’-এ।