Skip to content

কেউ করেছেন মাধ্যমিক পাশ, কেউ বা আবার স্নাতক! আসুন দেখে নেওয়া যাক টেলি অভিনেত্রীদের পড়শুনার দৌড়

    img 20221112 211901

    সন্ধ্যে হতেই হাতে রিমোট নিয়ে টিভির সামনে বসে পড়েন ধারাবাহিকপ্রেমী (serial) মানুষজন। আর বিভিন্ন চ্যানেলের একাধিক ধারাবাহিকের মধ্যে ঠিক খুঁজে নেন নিজের পছন্দের ধারাবাহিকটিকে। তবে এই ধারাবাহিকেই কিন্তু নতুন নতুন অনেক মুখ দেখা যায়, তা সে নায়িকাই হোক কিংবা নায়ক। আর এই সকল নতুন অভিনেতা অভিনেত্রীদের বিষয়ে জানার আগ্রহ অনেকখানি বেড়ে যায় মানুষের মধ্যে। আসুন জেনে নেওয়া যাক, আপনার প্রিয় ধারাবাহিকের নায়িকাদের কতদূর পড়াশুনা করেছেন।

    img 20221112 211649

    মানালি মনীষা দে (Manali Manisha Dey)- স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ধূলোকণা’ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় টেলি অভিনেত্রী মানালি দে’কে। কলকাতার বালিগঞ্জের অক্সফোর্ড হাউজ স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর, কাঁকুড়গাছির ‘অমৃত একাডেমি’ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এই অভিনেত্রী।

    img 20221112 211740

    দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)- বর্তমান সময়ে স্টার জলসার ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে এই টেলি অভিনেত্রীকে। জানিয়ে রাখি, সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করলেও, অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার কারণে কলেজে আর যাওয়া হয়নি এই অভিনেত্রীর।

    img 20221112 211616

    সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)- জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’র মিঠাই চরিত্রটি দর্শকদের খুবই কাছের এবং পছন্দের। জানিয়ে রাখি, দর্শকদের পছন্দের এই টেলি অভিনেত্রী বারাসাত গার্লস হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর রবীন্দ্রমুক্ত বিশ্ববিদ্যালয় তথা ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

    img 20221112 211701

    সোলাঙ্কি রায় (Solanki Roy)-  যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন দর্শকদের প্রিয় খড়ি। বর্তমানে স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’তে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে।

    img 20221112 211604

    মোহনা মাইতি (Mohana Maiti)- বহরমপুর মুর্শিদাবাদের মেয়ে হলেও বর্তমানে জি বাংলার ধারাবাহিক ‘গৌরী এলো’তে গৌরীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে মোহনাকে। এই অভিনেত্রী সবেমাত্র মাধ্যমিকের গন্ডি পেরিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading