Skip to content

কেউ বা ইঞ্জিনিয়ার কেউ বা ডাক্তার, ভারতীয় ক্রিকেট দলে ছিলেন একাধিক উচ্চশিক্ষিত ক্রিকেটারা

    ছোটবেলায় প্রত্যেক বাবা মায়েরই স্বপ্ন থাকে তাঁদের ছেলে কিংবা মেয়ে জীবনে অনেক বড় হবে, ভালো একজন মানুষ হবে। সর্বোপরি সমাজের একজন বিশিষ্ট মানুষ হিসাবে তারা পরিচিত পাবে। সেই কারণে অনেক বাবা মায়েরাই ছোট থেকেই তাঁদের সন্তানদের পড়াশুনার দিকে বেশি জোর দেন।

    তবে ছোটবেলায় খেলাধূলার দিকে বেশি ঝোঁক থাকলেও, বাবা মায়েদের লক্ষ্য থাকে তাঁদের সন্তানেরা পড়াশুনা নিয়েই এগিয়ে যাক। তবে আমাদের দেশে এমন অনেক খ্যাতনাম ক্রিকেটারা রয়েছেন, যারা ব্যক্তিগত জীবনে উচ্চশিক্ষিত। তাঁদের কারো ঝুলিতে রয়েছে ইঞ্জিনিয়ারের ডিগ্রি, তো কারো ডাক্তারের।

    অনিল কুম্বলে- ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন অনিল কুম্বলে। ১৮ বছরের ক্রিকেট জীবনে ভারতীয় লেগ স্পিনার এবং ভারতীয় দলের প্রাক্তন কোচ ১৩২ টি টেস্টে ৬১৯ টি উইকেট এবং ২৭১ টি ওডিআইয়ে ৩৩৭ টি উইকেট নিয়েছেন। ক্রিকেট জগতে সুনাম অর্জন করার পাশাপাশি তিনি ন্যাশনাল স্কুল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিও অর্জন করেছেন।

    মুরলী বিজয়- ৬১টি টেস্ট ম্যাচে ৩৯৮৩ রানের অধিকারী মুরলী বিজয় ১৯৮৪ সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। তবে খেলাধূলার পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন টেস্ট ওপেনারের ঝুলিতে এসআরএম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।

    রবিচন্দ্রন অশ্বিন- ভারতীয় বোলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তথ্য প্রযুক্তিতে B.Tech ডিগ্রি অর্জন করার পাশাপাশি ৮৪টি টেস্ট ম্যাচ খেলে ৪৩০টি উইকেটও নিয়েছেন তিনি।

    ভিভিএস লক্ষ্মণ- ১৬ বছর ধরে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। প্রাক্তন ডানহাতি ব্যাটসম্যান ২০১৫ সালে নয়াদিল্লির টেরি বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেন। সেইসঙ্গে ক্রিকেট দুনিয়ায় একাধিক ম্যাচে অংশ নিয়ে একাধিকবার ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি।

    রাহুল দ্রাবিড়- ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় বিগত ১৬ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যাঙ্গালোরের সেন্ট জোসেফ কলেজ অফ কমার্স থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পর সেন্ট জোসেফ কলেজ অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএও পড়েছেন তিনি।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading