Skip to content

কেউ উপার্জন করেন লক্ষ টাকা, তো কেউ কোটি! রইল ঐশ্বর্য, দীপিকাদের পোশাকশিল্পীদের উপার্জনের তালিকা

    img 20220720 134856

    বিটাউন মানেই গ্ল্যামারের দুনিয়া। আর এই দুনিয়ার তারকারা সর্বদাই ক্যামেরার সামনে থাকেন। তা সে কোন পার্টি হোক কিংবা বিমানবন্দর থেকে বেরোনোর সময়, আবার তারা ঘর থেকে নিজেদের প্রয়োজনে বেরোলেও তা অনেক সময় ক্যামেরা বন্দি হয়ে যায়। তবে এই সেলেবদের সর্বদাই নানারকম ডিজাইনের পোশাকে দেখতে পাওয়া যায়। যা তৈরি করার জন্য বিশিষ্ট বিশিষ্ট শিল্পীদের (fashion artist) দায়িত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, সেইসকল পোশাক তৈরি করার জন্য বিরাট অংকের পারিশ্রমিকও নিয়ে থাকে তারা।

    img 20220720 134529

    বলিউডের অন্যতম গ্ল্যামারস অভিনেত্রী হলেন ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। এই মিস ইউনিভার্স যখনই ক্যামেরার সামনে আসেন, তখনই তাঁর দিক থেকে চোখ ফেরানো মুশকিল হয়ে পড়ে। সৌন্দর্য্যের পাশাপাশি সুন্দর সুন্দর পোশাকেও দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, ঐশ্বর্যা রাই বচ্চন, সইফ আলি খান, দিশা পটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ অন্য তারকারও পোশাক ডিজাইন করেন পোশাকশিল্পী (fashion artist) আস্থা শর্মা (Aastha Sharma)। তাঁর হাতের যাদুতেই তারকাদের এত সুন্দর দেখতে লাগে।

    এই ফ্যাশন দুনিয়ায় বিগত ১০ বছর ধরে কাজ করছেন আস্থা শর্মা। মুম্বাইয়ে একটি ‘ফ্যাশন স্টোর’ থাকা আস্থা শর্মা জানান, সেলিব্রিটিদের পোশাক তৈরির ক্ষেত্রে ২০ হাজার থেকে ৫ লক্ষ কিংবা অনেক সময় এর বেশিও অর্থ উপার্জন করেন তিনি।

    img 20220720 134549

    অন্যদিকে অনুষ্কা শর্মা, নার্গিস ফাকরি, শ্রদ্ধা কপূরের পোশাক তৈরি করা আল্লিয়া আল রুফাই এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। আবার, সইফ আলি খান, অদিতি রাও হায়দারি, জাহীর ইকবাল, আলয়া এফ-সহ তারকাদের পোশাক তৈরি করে আড়াই লক্ষ টাকা থেকে প্রায় সাত লক্ষ টাকা উপার্জন করেন সনম রতনসি (Sanam Ratansi)

    img 20220720 134923

    আবার ‘ককটেল’ ছবিতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের এক একটি পোশাক ভীষণ সাড়া ফেলেছিল দর্শকমহলে। জানা যায়, ভারতের নামীদামী পত্রিকার কভার ফটোশ্যুটে থাকা অভিনেতা অভিনেত্রীদের পোশাক তৈরি করা শিল্পী অনৈতা শ্রফ আদাজানিয়া (Anaita Shroff Adajania) ‘ককটেল’এ দীপিকা পাড়ুকোনের পোশাক ডিজাইন করেছিলেন। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সাফল্যের চূড়ায় থাকা পোশাকশিল্পীদের (fashion artist) মধ্যে অন্যতম একজন খ্যাতনামা শিল্পী তিনি।

    এখানেই শেষ নয়, সেলিব্রিটিদের রেড কার্পেটের জন্যও পোশাক তৈরি করে দেন তিনি। শোনা যায়, তাঁর তৈরি কোন পোশাক যদি কোন সেলিব্রিটি পড়ার সিদ্ধান্ত নেন, তাহলে এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

    shaleena nathani insta1200

    আবার জানা যায়, দীপিকা পাডুকোনের একজন ব্যক্তিগত ‘ফ্যাশন স্টাইলিস্ট’ও রয়েছেন, যিনি আবার মাধুরী দীক্ষিত, তারা সুতারিয়া, নোরা ফতেহি-সহ অনেক বলি তারকার পোশাক ডিজাইনও করে থাকেন। তিনি হলেন শালীনা নাথানি (Shaleena Nathani)। ৭৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা অবধি পারিশ্রিক নিয়ে থাকনে তিনি।

    ক্যাটরিনা কইফ, সোনম কপূর আহুজা, করিনা কপূর খান, করিশ্মা কপূর, অনন্যা পাণ্ডে, সারা আলি খান, জাহ্নবী কপূরের পোশাক তৈরি করেন তানয়া গাভরি (Tanya Ghavri)।