আবারও বড় পর্দা কাঁপাতে আসছে তারা সিং এবং সকিনার প্রেমের গল্প। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘গদর’এর (Gadar) সিক্যুয়েল এবার আসতে চলছে। দীর্ঘ ২২ বছর পর এই চলচ্চিত্রের সিক্যুয়েলের জন্য আবারও জুটি বাঁধতে চলেছেন সানি দেওল এবং আমিশা প্যাটেল। জানা গিয়েছে, আগামী ১৫ ই আগস্ট মুক্তি পেতে চলেছে অনিল শর্মা পরিচালিত চলচ্চিত্র ‘গদর ২’ (Gadar 2)।
এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক ‘গদর ২’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য কোন অভিনেতা ঠিক কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
সানি দেওল (Sunny Deol)
‘গদর’ চলচ্চিত্রের প্রথম পর্বে তারা সিং অর্থাৎ চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলি অভিনেতা সানি দেওলকে। এবার এই চলচ্চিত্রের দ্বিতীয় পর্বেও তারা সিংর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। জানা গিয়েছে, এই চলচ্চিত্রের জন্য প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সানি।
আমিশা প্যাটেল (Ameesha Patel)
দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগত থেকে দূরে থাকলেও, ‘গদর ২’ চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী আমিশা প্যাটেল’কে। রিপোর্ট অনুযায়ী, এই চলচ্চিত্রে সাকিনার চরিত্রের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী।
সজ্জাদ (Sajjad)
পাক সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করা সাজ্জাদকেও এই চলচ্চিত্রে নতুন মুখ হিসেবে দেখা যাবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা।
মনীষ ওয়াধা (Manish Wadhwa)
এই চলচ্চিত্রে পাকিস্তানি আর্মি জার্নালের ভূমিকায় দেখা যাবে অভিনেতা মনীশ ওয়াধওয়াকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি এই চরিত্রের জন্য ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন।
উৎকর্ষ শর্মা (Utkarsh Sharma)
এই চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা উৎকর্ষ শর্মাকে। জানা যাচ্ছে, এই চরিত্রের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা।
সিমরত কৌর (Simrat Kaur)
পরিচালক অনিল শর্মাও ‘গদর ২’-তে কিছু নতুন চরিত্র নিয়েছেন। যার মধ্যে একটি নাম সিমরত কৌর। এই চলচ্চিত্রের জন্য তিনি পারিশ্রমিক পাচ্ছেন ৮০ লক্ষ টাকা।
লব সিনহা (Luv Sinha)
প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহার ছেলে লভ সিনহাকেও এই চলচ্চিত্রে দেখা যাবে এবং এর জন্য তাকে পারিশ্রমিক হিসেবে ৬০ লক্ষ টাকা দেওয়া হয়েছে।