Skip to content

৫০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, মাস গেলে হবে মোটা উপার্জন

    img 20220619 163553

    বর্তমানে সরকারি চাকরির অবস্থা, যেন ‘মরুতে পাওয়া মরীচিকা’-র মতো। যা কারোও কাছেই অজানা নয়। অনেক তরুণ-তরুণী সরকারি চাকরির আশায় তাদের জীবনের অনেক সময় পার করে ফেলেছে। আবার একদিকে বেকারত্বের একাংশ বিজনেসের দিকে ঝুঁকিপূর্ণ হয়েছে। আমাদের দেশে অতিরিক্ত জনসংখ্যা হওয়ার কারণে মানুষ হাত খুলে বিভিন্ন দিকে বিভিন্ন উপায়ে কাজ করে চলেছে। অনেক তরুণ তো ব্যবসাকেই বেছে নিয়েছে, কিন্তু ব্যাবসার সূচনায় অতিরিক্ত বিনিয়োগের কথা ভেবে শত-শত তরুণ পিছিয়ে এসেছে। আজকের অ্যর্টিকেলে আমরা আপনাকে এমন একটি ছোট ব্যাবসার কথা বলবো যেটা আপনি অল্প বিনিয়োগেই শুরু করতে পারেন। আসুন জানা যাক।

    img 20220619 173440

    • 9 থেকে 99 স্টোর:-
    আমরা আপনাকে ‘9 থেকে 99 স্টোরের’ কথা বলতে যাচ্ছি। এই ‘9-99 store’-এর মধ্যে মানুষের দৈনন্দিন জীবনের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো অন্তর্ভুক্ত। এটি শহরের যেকোনো স্থানে বেশ প্রচলিত, কারণ এর মধ্যে বড়ো বড়ো ব্যান্ড জড়িয়ে রয়েছে। তবে এই ব্যাবসা শুরু করার জন্য অগ্রহকারীদের বেশি বিনিয়োগ করা আবশ্যক নয়। এটি আপনি 10,000 টাকা থেকেই শুরু করতে পারেন। যেখানে দ্রব্যের বিক্রয় মূল্য ₹9 থেকে ₹99 পযন্ত রাখা হয়েছে। ব্যাবসাকারীদের জন্য জিনিসপত্র হলসেল রেট অর্থাৎ যে দ্রব্যটি আপনি 9 টাকায় বিক্রি করবেন সেটা 3 টাকায় কিনতে পারবেন।

    অবশ্য, এই বিজনেস ধারণার জন্য একটি অনলাইন প্রশিক্ষণ আছে। কিন্তু আপনি যদি অনলাইন প্রশিক্ষণ না নিতে চান তাহলে সরাসরি ফিল্তে নেমেও শুরু করতে পারেন। এই বিজনেসে এমনিতেই অনেক ইতিবাচক দিক আছে। তার মধ্যে একটি হলো আপনি সব রকমের দ্রব্য পেতে পারেন, এমনকি আপনার এলাকায় যে দ্রব্যের চাহিদা বেশি সেই ধরনের দ্রব্য আপনি নিজে নির্বাচন করতে পারবেন। আজকের দিনে দেখা যায় তো দিল্লিতে 2,000 বেশি দোকানে ‘9 থেকে 99’-এর পণ্য পাওয়া যায়।

    img 20220619 173903

    ‘9 থেকে 99 স্টোরের’ অনেক সুবিধা রয়েছে। যেমন শুরুর দিকে আপনার বিজনেস দোকান না থাকলেও চলবে, এটির জন্য বাড়ির 1 টা কামরায় যথেষ্ট। পণ্য গুলো ভালো ও অতি সস্তা যা গ্রাহকদের কেনার জন্য অসুবিধা হবে না। আপনার কাছে 50 হাজার টাকায় যথেষ্ট এই ব্যবসাটি জোর কদমে শুরু করার জন্য। তবে আপনি অতি অল্প পুঁজি মাত্র 10,000 টাকা নিয়েও শুরু করতে পারেন। আপনি দিল্লি থেকে হোলসেল জিনিস কিনতে পারবেন।