হিন্দি বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় এক অভিনেত্রী হলেন রেখা (rekha)। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি আবার রাজ্যসভার সাংসদও। অভিনেত্রী হওয়ার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও শিরোনামে থাকেন এই অভিনেত্রী। জানিয়ে রাখি, অভিনেত্রী রেখার বাবা-মা দক্ষিণ চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা ছিলেন এবং তাঁদের জীবনও বেশ বিতর্কিত ছিল। আর সেই কারণেই বাবা মায়ের সম্পর্কের খারাপ প্রভাব পড়েছিল রেখার শৈশব জীবনে।
অনেকেই জানেন না রেখার আরও এক বোন আছে, যিনি রেখার মতই সুন্দরী। তিনি হলেন রাধা (radha)। কিছুদিন দক্ষিণি চলচ্চিত্রে কাজ করেছিলেন রেখার বোন রাধা। এখানেই শেষ নয়, বেশকিছু বড় ম্যাগাজিনের জন্য মডেলিংও করেছিলেন তিনি। শুধুমাত্র দক্ষিণ ইন্ডাস্ট্রিতেই সীমাবদ্ধ ছিলেন না রাধা। তাঁর গ্ল্যামার ছড়িয়ে পড়ে বলিউডেও।
সেইসুগে রেখার (rekha) বোন রাধার সৌন্দর্য দেখে তাঁর চলচ্চিত্র ‘ববি’তে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন রাজ কাপুর। কিন্তু চলচ্চিত্র অপেক্ষা মডেলিং নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে আগ্রহী রাধা (radha), রাজ কাপুরের অফার ফিরিয়ে দিয়েছিল। পরবর্তীতে এই চলচ্চিত্রের জন্য ডিম্পল কাপাডিয়াকে বেছে নেওয়া হয়।
এরপর ১৯৮১ সালে বাল্যবন্ধু উসমান সাঈদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাধা। দক্ষিণের পরিচালক এস. এম. আব্বাসের ছেলে উসমানকে বিয়ের জন্য নিজের নাম পরিবর্তন করে রাবিয়া রেখেছিলেন রাধা (radha) এবং বিয়ের পর আমেরিকা নিবাসী হয়ে যান। তাঁর দুই ছেলে নাভিদ ও আমান, সেখানেই রয়েছেন। তবে রাধার ছেলে নাভিদ চলচ্চিত্রে নিজের কেরিয়ার তৈরি করতে চাইলেও, সেভাবে সাফল্য না পেয়ে আবারও আমেরিকায় ফিরে যান। তবে মাঝে মধ্যেই ভারতে এসে পরিবারের রেখা (rekha) এবং পরিবারের সঙ্গে দেখা করে যান রাধা।