Skip to content

গানের গলায় অরিজিৎ সিংয়ের থেকে কিছু কম যান না তার বোন, গান শুনে ফ্যান হলো পুরো দেশ

    img 20220821 191722

    আইকনিক গায়কের প্রাণময় সঙ্গীত যেকোন চলচ্চিত্রে একটি জাদুকরী স্পর্শ হয়ে ওঠে। ভক্তরা “অরিজিৎ সিং” (Arijit Shing) এর প্রাণবন্ত কন্ঠে গাওয়া যে কোন গানের তুমুল প্রশংসা পেয়ে থাকেন শ্রোতাদের কাছ থেকে। অরিজিৎ সম্পর্কে যতই বলা হোক না কেন তা কম হবে। এক কথায় ভক্তরা তাকে সংগীতের গুরুদেব বলে মানেন। তবে শুধু অরিজিৎ নয় তার বোনের কন্ঠও হৃদয় ছুঁয়েছে লক্ষ লক্ষ মানুষের।

    img 20220821 191905

    অরিজিৎ সিং এর বোন ‘অমৃতা সিং’ (Amrita Shing), তার দুর্দান্ত গানের গলা শুনে রীতিমতো বাকরুদ্ধ বহু শ্রোতা। দাদার মতোই বোন অমৃতাও লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন। সামাজিক মাধ্যমেও খুব বেশি সক্রিয় নন তিনি। তবে বর্তমানে জি বাংলার সম্প্রচারিত খুবই জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ এর মঞ্চে তাকে দেখা গেলো।

    আসন্ন ছবি ‘বিসমিল্লাহ’ এর প্রচারের কারণে গোটা টিম সহ উপস্থিত হয়েছিলেন সা রে গা মা পা এর মঞ্চে। উল্লেখ্য, মঞ্চে অমৃতার গান শুনে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। তবে অনেকেরই অজানা ছিল অমৃতা সিং আসলে অরিজিৎ সিং এর বোন। যিনি বিসমিল্লা ছবিতে একটি গানও গেয়েছেন যেটা রীতিমতো মন ছুঁয়েছে বহু শ্রোতার। যদিও এই ছবিটি নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে।

    img 20220821 191805

    বিসমিল্লা ছবিটি বয়কটের ডাক দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে অমৃতার গাওয়া গানের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। সঙ্গীত এর পাশাপাশি সৌন্দর্যের দিক থেকেও অনেক প্রশংসিত হচ্ছেন অমৃতা। যতদূর জানা যায় অমৃতা তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করেন। খবর অনুযায়ী, ২০১৭ সালে অমৃতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এর আগেও বলিউডে প্লেব্যাক করার সুযোগ পেয়েছিলেন অমৃতা সিং।