বিটাউন মানেই গ্ল্যামারের দুনিয়া। বলিউডে এমন অনেক স্টাররা আসেন যারা শিশুশিল্পী হিসাবে দর্শকদের মধ্যে ভিষণ প্রশংসিত হন। কিন্তু দেখা যায় ছোট বয়সে কয়েকটি ধারাবাহিক কিংবা চলচ্চিত্রে অভিনয়ের পর তাঁরা সরে আসেন এই গ্ল্যামার জগত থেকে। ছোট বয়সেই দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তাঁরা। তারপর তাঁদের বড় বয়সে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন দর্শকরা।
সেরকমই বলিউডের একজন শিশুশিল্পী ছিলেন শ্রিয়া শর্মা (Shriya Sharma), যাকে দেখা গিয়েছিল ‘কসৌটি জিন্দেগি কি’ ধারাবাহিকে। ২০০১ সালে এই ধারাবাহিকে অনুরাগ বাজাজ ও প্রেরণার জুটিও বেশ জনপ্রিয় হয়েছিল দর্শকদের কাছে। এই ধারাবাহিকে বাজাজ ও প্রেরণার জুটির মেয়ে হিসাবে দেখা গিয়েছিল শ্রিয়া শর্মাকে। ধারাবাহিকে শ্রিয়ার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি সময়ে অভিনয় জগত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন তিনি।
ধারাবাহিকে স্নেহার চরিত্রে অভিনয় করা সেই শ্রিয়া শর্মা (Shriya Sharma) এখন বেশ বড় হয়ে গিয়েছে। সেই সময় ‘কসৌটি জিন্দেগি কি’ (Kasautii Zindagi Kay) ধারাবাহিক ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিল আর বেশি জনপ্রিয় হয়েছিলেন স্নেহা। সব চরিত্রের মধ্যে শ্রিয়া বেশি আকর্ষণীয় হয়েছিল দর্শকমহলে। এরপর ‘থোদা পেয়ার থোদা ম্যাজিক’ ছবিতে রানি মুখার্জি এবং সাইফ আলি খানের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রিয়া শর্মাকে। এই ছবিতেও নিজের অসাধারণ অভিনয় দক্ষতা ফুট্যে তুলেছিলেন শ্রিয়া।
জানা যায়, এরপর শিশু শিল্পী হিসেবে ২০১১ সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন শ্রিয়া শর্মা (Shriya Sharma)। বলিউডে কাজ করার পাশাপাশি তেলেগু এবং তামিল ছবিতেও কাজ করেছেন শ্রিয়া। তবে বর্তমান সময়ে চলচ্চিত্র জগত থেকে অনেক দূরে সরে গিয়েছেন তিনি। আইন নিয়ে পড়াশুনা করে বর্তমান সময়ে একজন উকিল হিসাবে অনুশীলন করছেন শ্রিয়া।