বর্তমান সময়ে শেয়ারের বাজারের বিশেষজ্ঞরা টাটা গ্রুপ (tata group)-এর একটি স্টক নিয়ে বেশ আশাবাদী রয়েছেন। ২০২০ সালের থেকে Tata Elxsi-র শেয়ার চলতি সময়ে প্রায় ১,৮০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে শেয়ার বাজারের বিশেষজ্ঞরা এই শেয়ার কেনার পরামর্শ দিচ্ছেন।
এই শেয়ার প্রথমে ২০২০ সালের ২৫ শে মার্চ ৫০১ টাকায় নেমে গিয়েছি। তবে তারপর ২০২২ সালের ১০ ই আগস্ট বেড়ে দাঁড়িয়েছে ৯,৪৫৯ টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ ৫৯,০০০ কোটি টাকারও বেশি থাকায় বিশেষজ্ঞদের ধারণা চার্ট প্যাটার্ন অনুসারে স্টকটি এখনও বাড়তে পারে।
জানিয়ে রাখি, ২৫ বছর আগে ১৯৯৭ সালের ১১ ই জুলাই BSE-তে ৭.৬৮ টাকা করে ছিল এই শেয়ারের দাম। ৯২৭৪.০৯% রিটার্ন দিয়েছে গত ৯ বছরে। এরপর গত ১ বছরে বিনিয়োগকারীদের সম্পদ দ্বিগুণেরও বেশি করে ৯,৭০৪ টাকায় দাঁড়িয়েছে শেয়ারের দাম। যার ফলে ২০২২ সালের ১০ ই আগস্ট এই কোম্পানির শেয়ারের দাম পৌঁছেছে ৯,৪৫৯ টাকায়।
প্রসঙ্গত, ১০ ই আগস্ট ২০২১ সাল থেকে ১০ ই আগস্ট ২০২২ সালের মধ্যে প্রায় ১২০ শতাংশ বৃদ্ধি হওয়ায় ৪২৩৮ টাকা থেকে বেড়ে ৯৪৫৯ টাকায় দাঁড়িয়েছিল কোম্পানির শেয়ার। যার ফলে বিশেষজ্ঞরা বর্তমানে এই কোম্পানিতে অর্থ বিনিয়োগের বিষয়ে চিন্তা ভাবনা করছেন এবং অন্যদেরও বলছেন। ধারণা করা হচ্ছে, টাটা গ্রুপের (tata group) এই স্টক আগামী ৬ মাসের মধ্যে ১০,০০০-১৭,০০০ টাকার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে।