Skip to content

অক্ষয়-আমি’র সবাই ব্যার্থ! সেরা অভিনেতা’র পুরস্কার পেলেন এই সুপারস্টার, অবাক গোটা চলচ্চিত্র জগৎ

    img 20221223 133228

    করোনা মহামারীর (Covid-19) পর থেকে মানুষ প্রায় গৃহবন্দী ছিল। এই দীর্ঘ সময়কালে বিনোদন জগতে নিজের জায়গা করে নিয়েছিল ওটিটি (OTT) প্লাটফর্ম। সিনেমা প্রেমীদের কাছে OTT প্ল্যাটফর্ম বিনোদনের অন্যতম জনপ্রিয় বিকল্প। বিভিন্ন ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানের পাশাপাশি ফিল্মফেয়ার ওটিটি পুরস্কারও তাৎপর্যপূর্ণ, সেই কারণেই সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২২’এর সেরা অভিনেতা-অভিনেত্রীদের তালিকা।

    img 20221223 133332

    ভারত কোভিড-১৯ এর সময় থেকে ওটিটির সংস্কৃতিকে ব্যাপক ভাবে আঁকড়ে ধরেছে। ওটিটি’তে দেখতে পাওয়া ওয়েব সিরিজ ও সিনেমা বর্তমান প্রজন্মের হৃদয় স্পর্শ করেছে। অভিনয় দক্ষতা দিয়ে অনেক নতুন অভিনেতা-অভিনেত্রী এই প্লাটফর্মের মাধ্যমে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন, এবং গোটা দেশে ও তার বাইরে জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়াও এই প্ল্যাটফর্মে দেখা গেছে বহু বলিউডের জনপ্রিয় মুখ।

    উল্লেখ্য, বছরের সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম নির্বাচিত হয়েছে অভিষেক বচ্চনের ‘দাসভি’। আর এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বলি স্টার ‘অভিষেক বচ্চন’। তার পরিবারের প্রায় প্রত্যেকেই চলচ্চিত্র জগতের সাথে জড়িত। এবং অভিষেক বচ্চন নিজেও বহু বছর যাবত অভিনয় জগতে রয়েছেন। এর পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কারও ঘোষণা করেছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২২।

    img 20221223 133818

    ২০২২ এর ওটিটি’র সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘তাপসী পান্নু’। এছাড়াও তালিকায় রয়েছেন অভিনেতা ‘অনিল কাপুর’, থর ছবির জন্য সেরা সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। ওটিটিতে সেরা কমেডি সিরিজ গুল্লাক সিজন ৩, স্পেশালস বিভাগে পুরস্কার জয় করেছে। সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন, তাব্বার সিরিজের পরিচালক অজিত পাল সিং। এবং সেরা সিরিজ হিসেবেও নির্বাচিত হয়েছে ওয়েব সিরিজ তাব্বার।