Skip to content

শাহরুখ খানের চমকে দেওয়া মন্তব্য অরিজিৎ সিং কে নিয়ে! বলিউডের বাদশা কি বললেন বাংলার গায়ক কে?

  img 20230508 190844

  বলিউড ছবি ‘পাঠান’ (Pathan) এর রেস এখনও কাটেনি। আবার নতুন চমক নিয়ে আসছেন বলিউড কিং শাহরুখ খান। ‘জওয়ান’-এর মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ৭ই সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের এই ছবি। বাদশা ভক্তদের উত্তেজনা বাড়াতে টুইটারে AskSrk শুরু করেছে। অর্থাৎ প্রশ্নকর্তা একজন নেটিজেন, উত্তরদাতা একজন অভিনেতা।

  img 20230508 190948

  ছবি নিয়ে নানা প্রশ্নের মাঝে উঠে আসে গানের বিষয়। একজন জিজ্ঞেস করে, ‘স্যার, অরিজিতের গান ছাড়া আপনার ছবি অসম্পূর্ণ মনে হয়। এই ছবিতে কি তার গান থাকবে? ভক্তদের প্রশ্নের উত্তর দিলেন বাদশা। সেই টুইটটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অবশ্যই, অবশ্যই অরিজিতের গান থাকবে’।

  শাহরুখের সংক্ষিপ্ত উত্তরে অরিজিতের প্রতি তার প্রশংসা স্পষ্ট। দেখা যায়, গত কয়েক বছরে শাহরুখের বেশিরভাগ ছবিতেই অরিজিতের গান ছিল। ‘পাঠান’ ছবির টাইটেল ট্র্যাকও গেয়েছেন এই বাঙালি গায়ক। আপাতত কতটা জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিক ভাবেই দর্শকরা আবারও তাদের ডুয়েটের জন্য অপেক্ষা করছেন।

  এখানেই শেষ নয়। ‘জওয়ান’-এ দক্ষিণী পরিচালক অটলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেছেন শাহরুখ। ব্যস্ত রুটিনের মাঝেও সবার সঙ্গে হেসে খেলে কাজ করেছেন বলে জানান তিনি। একটি ভক্ত আবার মজার ছলে শাহরুখকে উদ্দেশ্য করে এক টুইট বার্তায় লিখেছেন, ‘একশো বা দুইশো টাকা বেশি নাও। তবুও আগামীকাল মুক্তি দাও ‘জওয়ান’।

  ‘বাদশা’র উত্তরেও ছিল স্বাভাবিক হাস্যরসের ঝলক। মজার সুরে তিনি লিখেছেন, ‘ভাই, এই টাকায় ওটিটি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে না’। ‘পাঠান’-এর পর আবার ‘জওয়ান’-এর মাধ্যমে অ্যাকশন হিরো হিসেবে দাঁড়াতে চলেছেন শাহরুখ। দর্শকরা তাকে আবার পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।