Skip to content

‘পুষ্পা’র পর আবারও বাজাতে কাঁপাতে আসছেন আল্লু অর্জুন, শীঘ্রই মুক্তি পাবে বেশকিছু অ্যাকশন ফিল্ম

    কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সাউথের স্টাইলিশ স্টার আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ‘পুষ্পা’ (pushpa)। এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে দক্ষিণের আরও এক জনপ্রিয় অভিনেত্রী তথা জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানাকে।

    চন্দন কাঠ পাচার সংক্রান্ত বিষয় নিয়ে তৈরি এই ছবি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। দর্শকদের কাছে এই সিনেমা এতোটাই আকর্ষণীয় হয়ে উঠেছিল, যা কারণে এই ছবির দ্বিতীয় পর্ব প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা। জানা গিয়েছে, খুব শীঘ্রই প্রকাশিত হবে ‘পুষ্পা ২’।

    রিপোর্ট বলছে, এই ছবি এখনও পর্যন্ত বক্স অফিসে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে। সেইসঙ্গে অনেক নতুন রেকর্ডও তৈরি করেছে এই ছবি। এই ছবির মধ্য দিয়ে বেশ একটা আলাদা পরিচিতিও লাভ করেছেন আল্লু অর্জুন (Allu Arjun)। তাঁর জনপ্রিয়তা দক্ষিণ ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে।

    সূত্র মারফত জানা গিয়েছে, ‘পুষ্পা’র (pushpa) পরবর্তীতে আরও বেশ কয়েকটি ধামাকাদার সিনেমা নিয়ে আসছেন আল্লু অর্জুন। ‘পুষ্পা’র প্রথম পর্ব বেশ সাফল্য লাভ করার পর প্রথমে আসতে চলেছে ‘পুষ্পা ২’ (pushpa 2)। এই ছবি এই বছরের শেষ নাগাদ মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে।

    এরপর আর বেশ কয়েকটি অ্যাকশন ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছনে আল্লু অর্জুন। ‘পুষ্পা ২’র পর তাঁকে দেখা যাবে ‘আইকন’ ও ‘AA21’তে। এই সিনেমাদুটোই অ্যাকশনে ভরপুর বলে জানা গিয়েছে।

    জানিয়ে রাখি, ‘পুষ্পা’র (pushpa) দ্বিতীয় পর্বের জন্য দক্ষিণি অভিনেতা স্টাইলিশ স্টার আল্লু অর্জুন (Allu Arjun) পারিশ্রমিক নিচ্ছেন ১০০ কোটি টাকা। এমন খবর শুনে অনেকেই হতবাক হয়ে গিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে, সত্যিই যদি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আল্লু অর্জুন, তাহলে এটি হবে সর্বকালের সর্বোচ্চ চার্জিং ফিগুলির মধ্যে অন্যতম। জানিয়ে রাখি, ‘পুষ্পা’র প্রথম পর্বের বাজেট ছিল ২০০ কোটি টাকা এবং দ্বিতীয় পর্বের বাজেট হতে পারে ৪০০ কোটি টাকা।