Skip to content

আমূল বদলে গিয়েছে ‘গোরি ম্যাম’ র‍্যাচেল, রইল ‘লাগান’র ‘এলিজাবেথের ভাইরাল ছবি

    ২০০১ সালে সুপারস্টার আমির খান অভিনীত ‘লাগান’ (lagaan) ছবিটি বক্স অফিসে দারুণ হিট করেছিল। ছবির গল্প থেকে শুরু করে ছবির প্রতিটি গান, ছুঁয়ে গিয়েছিল দর্শকদের হৃদয়। এই ছবিতে সব চরিত্রের মধ্যে এলিজাবেথ চরিত্রে রাচেল শেলিও (Rachel Shelley) বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

    সেই সময়কারের র‍্যাচেল আর আজকের দিনের র‍্যাচেলের মধ্যে অনেক পরিবর্তন ঘটে গিয়েছে। র‍্যাচেলের নতুন ছবি দেখলে, অনেকেই তাঁকে চিনতে ভুল করবেন। বর্তমান সময়ে র‍্যাচেলের একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে নেটিজনদের মধ্যে।

    নিজেকে স্যোশাল মিডিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন র‍্যাচেল। তবে তাঁর এই ছবি ভাইরাল হতেই, দর্শককূল তাঁর সম্পর্কে আর বেশি করে জানতে আগ্রহী হয়েছে। জানিয়ে রাখি, ভাইরাল হওয়া এই ছবিতে (viral photo) একটি ললিপপ মুখে নিয়ে থাকতে দেখা গিয়েছে র‍্যাচেলকে (Rachel Shelley), যা তাঁকে আর বেশি করে তরুণ করে তুলেছে।

    প্রসঙ্গত, ‘লাগান’ (lagaan) ছবিতে এলিজাবেথের ভূমিকায় অভিনয় করলেও, ছবিতে আমির খানের সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব ছিল তাঁর। এমনকি ছবিতে আমির খানের প্রেমেও পড়েন তিনি। আর সেই কারণেই ব্রিটিশদের সঙ্গে ভারিতীয়দের ক্রিকেট ম্যাচে ভারতীয়দেরকেই সমর্থন করেছিলেন তিনি।

    এই চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের থেকে প্রচুর ভালোবাসাও পেয়েছিলেন এই অভিনেত্রী। তবে বর্তমান সময়ে তাঁর ছবি ভাইরাল (viral photo) হতেই, র‍্যাচেলের জীবনের আর অজানা গল্প জানতে আগ্রহী হয়েছে ভক্তরা।