Skip to content

সেরা দশে ঠাই হল না মিঠাইর, কোনরকমে স্থান পেল খড়ি! একই জায়গায় দাঁড়িয়ে দীপা, গৌরীরা

    img 20230225 151828

    সারা সপ্তাহ ধারাবাহিক (serial) দেখার পর দর্শকরা অপেক্ষায় থাকে সপ্তাহ মাঝে এই টিআরপি (trp) রেটিং দেখার জন্য। ধারাবাহিকের জনপ্রিয়তার উপর নির্ভর করে দেখা হয় ধারাবাহিকের টিআরপি। যে ধারাবাহিক দর্শকমহলে বেশি প্রাধান্য পায়, সেই ধারাবাহিক এই টিআরপি তালিকায় সবার উপরে থাকে।

    একটা সময় প্রায় একাধিক সপ্তাহ ধরে এই তালিকার একদম শীর্ষে থাকলেও বর্তমান সময়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’ এবং স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’। আর অন্যদিকে এই তালিকার প্রথম দিকে জায়গা করে নিচ্ছে নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলো। সদ্য শুরু হওয়া ধারাবাহিকগুলো বর্তমান সময়ের দর্শকদের মধ্যে বেশ একটা আকর্ষণ তৈরি করেছে।

    তাই নতুন সপ্তাহের মাঝেই একবার দেখে নিন এই সপ্তাহে টিআরপির তালিকায় কোন স্থানে রয়েছে কোন ধারাবাহিক-

    img 20230225 151529

    প্রথম- অনুরাগের ছোঁয়া- ৯.৩- স্টার জলসা।

    দ্বিতীয়- জগদ্ধাত্রী- ৯- জি বাংলা।

    তৃতীয়- গৌরী এলো- ৮.৬- জি বাংলা।

    চতুর্থ- নিম ফুলের মধু- ৮.৪- জি বাংলা।

    চতুর্থ- খেলনা বাড়ি-৮.৪- জি বাংলা।

    img 20230225 151542

    পঞ্চম- রাঙা বউ- ৭.৬- জি বাংলা।

    ষষ্ঠ- গাঁটছড়া- ৭.১- স্টার জলসা।

    সপ্তম- বাংলা মিডিয়াম- ৬.৯- স্টার জলসা।

    অষ্টম- মেয়েবেলা- ৬.৭- স্টার জলসা।

    img 20230225 151557

    নবম- পঞ্চমী- ৬.৬- স্টার জলসা।

    দশম- এক্কা দোক্কা – ৬.৫- স্টার জলসা।

    রিপোর্ট বলছে, বর্তমান সময়ে দর্শকদের পছন্দের প্রথম তালিকাতেই রয়ছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকে সোনা এবং রূপে দুই তারকা মন জিতে নিয়ে সকল দর্শকদের। এই সপ্তাহে টিআরপির তালিকায় ‘গাঁটছড়া’ জায়গা করতে পারলেও, কোন স্থান অর্জন করতে পারেনি জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’।যার ফলে কিছুটা চিন্তায় রয়েছে ‘মিঠাই’র দর্শকরা।