Skip to content

এক সময় আশিকির মতো হিট সিনেমা দেওয়া অভিনেত্রী অনু আগরওয়াল এর বর্তমান রূপ দেখে চেনা দায়, দেখুন ছবি

  img 20230404 201714

  একটা সময় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল বলিউডের সিনেমা আশিকি (aashiqui)। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রাহুল রায় এবং অণু আগরওয়ালকে (Anu Agarwal)। সেইসময় এই ছবি সুপারহিট হয়েছিল। দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল এই ছবি।

  এই ছবিতে মুখ্য চরিত্রে অর্থাৎ নায়িকার ভূমিকায় অভিনয় করে প্রচুর সুখ্যাতি অর্জন করেছিলেন অণু আগরওয়াল (Anu Agarwal)। সেইসময় এই অভিনেত্রীর অভিনয়ের জাদুতে মুগ্ধ ছিল তাঁর ফ্যানরা। আর সেই কারণেই তাঁর ফ্যানদের মধ্যে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছিল।

  ১৯৯০ সালে বলি ইন্ডাস্ট্রিতে পা রাখেন অভিনেত্রী অণু আগরওয়াল (Anu Agarwal)। মাত্র ২১ বছরে বয়সে আশিকি ছবিতে মুখ্য চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের এতোটাই মন কেড়েছিল, যে কারণে তাঁর অটোগ্রাফ নেওয়ার জন্য তাঁর বাড়ির বাইরে ভক্তদের লম্বা লাইন পড়ে যেত।

  তবে খ্যাতির এই শীর্ষে উঠেও সেই জায়গা ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। বলা বাহুল্য, ভাগ্য তাঁর পাশে ছিল না। চলচ্চিত্র জগতের প্রথম দিকে, যখন তাঁর সোনালি দিন কাটছিল, সেই সময়ই ঘটল চরম বিপর্যয়। একটা দুর্ঘটনায় সমস্ত স্মৃতি হারিয়ে ফেললেন অভিনেত্রী।

  দুর্ঘটনার পর ২৯ দিন কোমায় ছিলেন এবং বাইরের জগতের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন ছিল তাঁর। দীর্ঘদিন ধরে চিকিৎসার পরও তাঁর উন্নতির কোন লক্ষণ ছিল না। পরিবার, বন্ধু বান্ধব কাউকেই চিনতে পারছিলেন না অভিনেত্রী। এমনকি তিনি যে সেই সময়কার একজন জনপ্রিয় অভিনেত্রী, তাও ভুলে গিয়েছিলেন।

  তবে বেশকিছু বছর ধরে চিকিৎসা চলার পর, কিছুটা হলেও উন্নতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার। তবে তাঁর মানসিক অবস্থা আর সেই আগের মত বলিউড ইন্ডাস্ট্রিতে ফিরে আসার ছিল না। এমনকি তাঁর মুখের সৌন্দর্য্যও কমে গিয়েছিল। বর্তমান সময়ে তাঁর মতই আর মানুষের সঙ্গে মিশে এবং অনাথ বাচ্চাদের যোগাসন শিখিয়ে মানসিক শান্তি পান অভিনেত্রী অণু আগরওয়াল।