হিন্দি বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ হলেন রানি মুখার্জি (Rani Mukerji)। শুধুমাত্র হিন্দি নয়, বাংলা ছবিতে সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে ‘বিয়ের ফুল’ ছবিতেও তাঁকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। ১৯৯৮ সালে ‘রাজা কি আয়েগি বারাত’ ছবির মাধ্যমে বিনোদন দুনিয়ায় পা রাখলেও, ফ্লপ হয় তাঁর প্রথম ছবি।
তবে তারপর কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের ফলে, আজকের দিনে দাঁড়িয়ে ভারত ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়িতে পড়েছে রানি মুখার্জির (Rani Mukerji) জনপ্রিয়তা। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি।
অভিনয় জীবনে প্রত্যেকটি চরিত্রই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন রানি মুখার্জি (Rani Mukerji)। আর সেই কারণেই বিশাল ফ্যানবেস রয়েছে পর্দার ‘টিনা’র। ব্যক্তিগত জীবনে ২০১৪ সালে আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রানি মুখার্জি। সেইসঙ্গে পরের বছরই জন্ম হয় আদিত্য-রানির মেয়ে আদিরার।
অভিনয় জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছেন এই অভিনেত্রী। রিপোর্ট বলছে, বর্তমান সময়ে ২০০ কোটিরও বেশি টাকার মালিক এই অভিনেত্রী। এখানেই শেষ নয়, সম্প্রতি মুম্বাইয়ের পশ এলাকা রুস্তমজি প্যারামাউন্টে একটি বিলাসবহুল বাড়িও কিনেছেন তিনি। আর সেই বাড়ি শাহরুখ খানের ‘মন্নত’কেও হার মানাচ্ছে বলে দাবি ভক্তকূলের।
জানিয়ে রাখি, অভিনয় কেরিয়ারে প্রচুর সিনেমায় অভিনয় করেছেন রানি মুখার্জি। বিয়ের ফুল, কুছ কুছ হোতা হ্যায়, কাহি প্যায়ার না হো যায়ে, চোরি চোরি চুপকে চুপকে, কাভি খুশি কাভি গাম, ওম শান্তি ওম, রব নে বানাদি জোড়ি, হিচকি, মারদানি ২ সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে রানি মুখার্জিকে।