বিনোদন দুনিয়ায় এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যারা হয়ত অল্প কিছু সিনেমায় অভিনয় করে হারিয়ে গিয়েছেন রূপোলী পর্দা থেকে। কিন্তু সিলভার স্ক্রিনের আলোতে তাঁরা না থাকলেও, স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতে দেখা যায় তাঁদের। সেরকমই একজন হলেন অভিনেত্রী কনিকা তিওয়ারি (konika tiowari)।
কনিকা তিওয়ারি (konika tiowari) অপেক্ষা ‘অগ্নিপথ’র ‘শিক্ষা’ বললে হয়ত আপনাদের চিনতে সুবিধা হবে। ঋত্বিক, প্রিয়াঙ্কা চোপড়া এবং অবশ্যই সঞ্জয় দত্তের সঙ্গে দুর্দান্ত অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী কনিকা তিওয়ারিকে। নামভূমিকায় ক্যাটরিনা কাইফ থাকলেও, ঋত্বিকের বোনের অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন সেই দশম শ্রেণীতে পাঠরত মেয়েটি।
জানা যায়, সেইসময় মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন অভিনেত্রী কনিকা তিওয়ারি (konika tiowari)। কিন্তু সেদিনের কনিকার সঙ্গে আজকের কনিকার অনেক পার্থক্য ঘটে গিয়েছে। স্যোশাল মিডিয়ায় অভিনেত্রীর বর্তমান রূপ দেখে তাঁকে চেনাই মুশকিল হয়ে পড়েছে তাঁর ভক্তদের কাছে।
সিলভার স্ক্রিনে তাঁকে সেভাবে দেখা না গেলেও, স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন এই অভিনেত্রী। এক একটি ছবি শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যেই। সেই কারণে অভিনেত্রী আবার কবে বড় পর্দায় ফিরবেন, তা নিয়ে কৌতূহল বেড়েছে দর্শকদের মধ্যে। তবে অনেকেই হয়ত জানেন না টিভি অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠির খুড়তুতো বোন হল কনিকা।
সেইদিনের সেই ছোট কনিকা আজ ২৬ বছরের যুবতী। আর তাঁর রূপের ছটায় ঘায়েল তাঁর অগণিত দর্শককূল। স্যোশাল মিডিয়ায় ছবি শেয়রা করতেই একদিকে যেমন তা ভাইরাল হয়ে যায়, অন্যদিকে অভিনেত্রী আবার কবে সিলভার স্ক্রিনে ঝড় তুলবেন, তা জানতেও আগ্রহী হয়ে রয়েছেন দর্শকরা।