বড় বিপাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। জিও-ফেসবুক চুক্তি সম্পর্কে স্টক এক্সচেঞ্জগুলিকে সরাসরি না জানানোর জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জরিমানা করা হল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে।
শুধু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজই (Reliance Industries) নয়, সেইসঙ্গে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আরও দুই ব্যক্তিকে। যার ফলে বেশ কিছুটা বিপাকে পড়েছেন মুকেশ আম্বানি।
SEBI-র পক্ষ থেকে একটি রিপোর্টে বলা হয়েছে, Jio-Facebook চুক্তির তথ্য স্টক এক্সচেঞ্জকে সরাসরি তথ্য না দিয়ে সংবাদপত্রে দেওয়া হয়েছিল। আর এই বিষয়টি SEBI-এর বিধান লঙ্ঘন বলে বিবেচ্য। সেই কারণেই এতবড় সিদ্ধান্ত নিল SEBI।
এই কাজের জন্য রিলায়েন্স গোষ্ঠির সঙ্গে সমান দোষী ধরা হয়েছে সাবিত্রী পারেখ এবং কে সেথুরমনকেও। সেই কারণে সাবিত্রী পারেখ এবং কে সেথুরমন এবং রিলায়েন্স গোষ্ঠীকে ৩০ লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়েছে।আরও জানিয়েছেন, জরিমানার এই অর্থ ৪৫ দিনের মধ্যে জমা করতেই হবে।
অন্যদিকে SEBI-র বিচারকারী কর্মকর্তা বার্নালি মুখার্জি নির্দেশ দিয়েছেন, জিও প্ল্যাটফর্মে ৯.৯৯ শতাংশ অংশীদারি নেওয়ার জন্য ৪৩৫৭৪ কোটি টাকা ফেসবুকে বিনিয়োগ করার বিষয়টা ২০২০ সালের ২৪ শে কিংবা ২৫ শে মার্চ সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। কিন্তু এই বিষয়ে ২০২০ সালের ২২ শে এপ্রিল শেয়ার বাজারে জানানো হয়েছিল।
জানিয়ে রাখি, মঙ্গলবার শুরুর দিকে লেনদেনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শেয়ারের দাম অনেকটাই কমেছে। সোমবার শেয়ারের মূল্য ২৫৪২.৮০ টাকা থাকলেও, মঙ্গলবার তা ০.২২ শতাংশ কমে গিয়ে দাঁড়িয়েছে ২৫৩৭.৩০ টাকা।