Skip to content

স্যোশাল মিডিয়ায় ভাইরাল ‘ডানকি’ ছবির দৃশ্য! চার বছর পর সিলভার স্ক্রিনে আসছেন শাহরুখ খান, উত্তেজনা তুঙ্গে

    img 20220723 102247

    ২০১৮ সালে ‘জিরো’ ছবির মধ্য দিয়ে শেষবারের মত সিলভার স্ক্রিনে দেখা গিয়েছিল তাঁকে। আবারও দীর্ঘ ৪ বছর পর ফুল ফর্মে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। হাতে রয়েছে একের পর এক ছবি। একগুচ্ছ ছবি নিয়ে ফ্যানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে আবারও বড় পর্দা কাঁপাতে মাঠে নামছেন কিং খান।

    রিপোর্ট অনুসারে, শাহরুখ খানের আসন্ন ছবিগুলোর মধ্যে রয়েছে পাঠান, জওয়ান এবং ডানকি (dunki)। যা নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে বাদশা খানের ফ্যানদের মধ্যে। এরই মধ্যে স্যোশাল মিডিয়ায় শেয়ার হল ‘ডানকি’ (dunki) ছবির একটি দৃশ্য। আর শেয়ার হতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল সেই দৃশ্য।

    তবে এটাই প্রথম নয়, এর আগেও এই ছবির একটি দৃশ্য মুক্তি পেয়েছিল নেটদুনিয়ায়। আর তা দেখার পর থেকেই এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ফ্যানরা। জানিয়ে রাখি, সদ্য ভাইরাল হওয়া এই ছবিতে শাহরুখ খানকে (Shah Rukh Khan) কালো ট্রাউজার আর শার্ট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। আর ছবিটি তোলা হয়েছে লন্ডনের ওয়াটার লু ব্রিজের সামনে। যা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে ফ্যানদের মধ্যে।

    dunki

    এই ছবি ভাইরাল (viral) হওয়ার সঙ্গে সঙ্গে আসতে থাকে বিভিন্ন কমেন্টও। কেউ কেউ লিখেছেন, ‘হ্যান্ডসাম অ্যাস অলওয়েস’। আবার কেউ লিখেছেন, ‘এসআরকে উইথ বিয়ার্ড’। জানিয়ে রাখি, গত ১৪ ই জুলাই মাঝরাতেই লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শাহরুখ খান। ছবির বাকি কাজের জন্য সেখানে যাওয়ার ৩ দিনের মধ্যেই অর্থাৎ ১৭ ই জুলাই প্রকাশিত হয় এই ছবি। আর প্রকাশ পেতেই দাবানলের মত ছড়িয়ে পরে।

    সিনেমায় কিং খানকে এক নতুন লুকে দেখা যেতে চলেছে। এই ছবিতে শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলি তারকা তাপসী পান্নু (Taapsee Pannu)। ২০২৩ সালের ২২ শে ডিসেম্বর মুক্তি পেতে চলা এই ছবির পরিচালনা করছেন রাজকুমার হিরানী। জানা গিয়েছে, এই ছবতে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সলমন খানকে।