Skip to content

SBI-র দুর্দান্ত স্কিম, একবার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে সুদের সঙ্গে পাবেন মোটা অংকের টাকাও

    img 20220617 120719

    শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ হলেও, কিছু মানুষ সেইদিকেই আগ্রহী হয়। তবে বেশিরভাগ মানুষ তাঁদের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসের দারস্থ হয়। নিজেদের সঞ্চিত অর্থ ব্যাংক কিংবা পোস্ট অফিসে জমা রেখেই সুরক্ষিত মনে করেন অনেকে। এই পরিস্থিতিতে সেই সকল গ্রাহকদের জন্য এক দুর্দান্ত বার্ষিক স্কিম নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)।

    কমপক্ষে ২৫ হাজার টাকার SBI-এর যেকোন শাখায় বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমে SBI-এর প্রাক্তন কর্মীরা ১ শতাংশ বেশি এবং প্রবীণ নাগরিকরা ০.৫ শতাংশ বেশি সুদ পাবেন। সেইসঙ্গে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও এই সুদের হার প্রযোজ্য হবে।

    img 20220617 120632

    সেভিংস অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্টে বার্ষিক অর্থ প্রদান করা হবে অবশ্যই TDS কাটার পর। বিশেষ প্রয়োজনে বার্ষিক ব্যালেন্সের ৭৫ শতাংশ লোন নেওয়া যেতে পারে। ভালো রিটার্ন পাওয়া যাবে এই স্কিমে।

    SBI অ্যানুইটি প্ল্যান- ৩৬, ৬০, ৮৪ কিংবা ১২০ মাসের জন্য এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। যদি আপনি ৫ বছরের জন্য অর্থ জমা করেন, তাহলে পাঁচ বছরের জন্য স্থায়ী আমানতের উপর প্রযোজ্য সুদের একই হারে সুদ পাবেন বিনিয়োগকারী। যে কোন ভারতীয় নাগরিক এই স্কিমের সুবিধা নিতে পারবেন।

    img 20220617 114314

    প্রতি মাসে সর্বনিম্ন ১০০০ টাকা জমা দিতে হবে। তবে সর্বোচ্চ অর্থ জমা করার কোন নির্দিষ্ট সীমা নেই। অর্থ জমা পড়ার পর একটি নির্দিষ্ট সময় পর থেকে সুদের হার পাবেন গ্রাহক। আবার অনেক সময় মধ্যবিত্ত পরিবারের পক্ষে একসঙ্গে অনেক অর্থ দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে পরিমাণ ছোট সঞ্চয়ের মাধ্যমে সংগ্রহ করে তারপর বিনিয়োগকারিদের সুদ দেওয়া যেতে পারে। চাইলে আপনিও SBI-র এই সুবিধা নিতে পারেন।