Skip to content

SBI করবে ইচ্ছেপূরণ! ইলেকট্রিক গাড়ি কেনার জন্য পেয়ে যাবেন স্বল্প সুদে ঋণ

    img 20220705 124956

    নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে পেট্রোল ডিজেল, সবকিছুর দামই উর্দ্ধমুখী হচ্ছে। দিনে দিনে বাড়ছে দাম। এই পরিস্থিতি গাড়িতে তেল ভরতে গিয়ে পকেট গড়ের মাঠ হচ্ছে সাধারণ মানুষের। এই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই দিতে পারে একমাত্র ইলেকট্রিক গাড়ি (electric car)। বর্তমান সময়ে তাই ইলেকট্রিক গাড়ি কেনার দিকে ঝোঁক বাড়ছে মানুষের।

    এখন দেখা যাচ্ছে দেশীয় প্রায় সকল কোম্পানিই এই ইলেকট্রিক গাড়ি (electric car) তৈরি করছে। তারউপর কেন্দ্র সরকার এই গাড়ি কেনার জন্য একদিকে যেমন প্রচার করছে, তেমনই অন্যদিকে কিন্তু আবার ট্যাক্স ছাড়ও দিচ্ছে। তেমন অন্যদিকে আবার এই ধরনের ইলেকট্রিক গাড়ি কেনার জন্য ব্যাঙ্ক থেকে স্বল্প সুদে ঋণও দেওয়া হচ্ছে।

    img 20220705 125016

    এবার এই ইলেকট্রিক ভেহিকল কেনার জন্য এক বিশেষ ধরনের অফার নিয়ে এল SBI। গাড়ি কেনার সময় আপনি দামের ৯০ শতাংশ পেয়ে যাবেন ঋণ হিসেবে। পাশাপাশি মাত্র ০.২ শতাংশ হারে সুদ দিতে হবে ক্রেতাকে। তবে এক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোর যত ভালো হবে, আপনাকে EMI এর জন্য তত কম সুদ দিতে হবে।

    আরও একটা বিষয় ক্রেতার ক্রেডিট স্কোর ৭৫০ এর বেশি হযলে মাত্র ৭.২৫ শতাংশ হারে ঋণ পেয়ে যাবেন আপনি। আর ঋণ শোধের সময়সীমা ৮ বছর পর্যন্ত বাড়িয়ে নিয়ে চাপ কিছুটা কম করতে পারবেন নিজের উপর থেকে।

    ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার পূর্বে আপনাকে কয়েকটি ডকুমেন্টস কাছে রাখতে হবে। তার মধ্যে থাকছে আপনার বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট। ২টি পাসপোর্ট সাইজের ছবির লাগবে। আর লাগবে প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, বেতন স্লিপ ইত্যাদি।

    তবে ইলেকট্রিক গাড়ি (electric car) আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, যাদের বার্ষিক আয় ৩ লক্ষ বা তার বেশি, সেইসকল ব্যক্তি লোনের জন্য আবেদন করলে বেতনের ৪৮ গুণ পর্যন্ত ঋণ পেতে পারেন। অন্যদিকে বেসরকারী কর্মচারীরা তাদের নিট লাভের ৪ গুণ পর্যন্ত ঋণ পেতে পারেন। আবার কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তির বার্ষিক আয় ৪ লক্ষ টাকা হলে, আয়ের তিনগুণ ঋণ নিতে পারবেন।