Skip to content

সফলতা দেখে যেতে পারেননি বাবা শুভেন্দু, টলি-বলি পেরিয়ে দক্ষিণী ছবি থেকেও ডাক পাচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়

    বাংলা বিনোদন দুনিয়ার এক অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। বাংলা পেরিয়ে হিন্দি বিনোদন দুনিয়াতেও নিজের অভিনয় দক্ষতার প্রকাশ ঘটিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এবার নাকি দক্ষিণী ছবিতে অভিনয়ের জন্য ডাক পেয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।

    একাধিক চরিত্রে দুদার্ন্ত অভিনয়ের জন্য দর্শক থেকে সমালোচক, সকলেই সমানভাবে তাঁর প্রশংসা করে চলেছ। শবর থেকে বব বিশ্বাস, প্রত্যেকটা চরিত্রে অনবধ্য অভিনয় করতে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের। কমেডিয়ান থেকে সিরিয়াস চরিত্র, যে কোন চরিত্রেই সমানভাবে নিজেকে মানিয়ে নিতে পারেন এই অভিনেতা।

    তোপসে ও অজিতের চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও, জানা গিয়েছে এবার তাঁকে দেখা যাবে ‘তীরন্দাজ শবর’ ছবিতে শবরের চরিত্রে। এর আগে গোয়েন্দা চরিত্র শবরের সবকটি পর্বই দারুণ সাফল্য পেয়েছিল বক্স অফিসে। দর্শকদের ধারণা শবরের এই পর্বও দারুণ হিট করবে বক্স অফিসে।

    টলিউডের পাশাপাশি বলিউডেও সমানভাবে অভিনয় করতে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। হিন্দি চলচ্চিত্রের প্রথম সারির অনেক অভিনেতার সঙ্গে সমানভাবে অভিনয় করতে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। শোনা গিয়েছে, এবার দক্ষিণী সিনেমা থেকেও ডাক পেয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

    এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রথম জীবনে অভিনয়ে আসার পর বড় পর্দায় সুযোগ না পেলেও, ছোট পর্দায় কাজ শুরু করেন শাশ্বত চট্টোপাধ্যায়। এরপর ধীরে ধীরে বড় পর্দায় কাজ পেতে শুরু করেন তিনি। তারপর ২০১২-১৩ সাল নাগাদ থেকে তাঁর ভালো সময় আসতে শুরু করে। তবে এই সময়ে তাঁর এই সাফল্য বাবা শুভেন্দু চট্টোপাধ্যায় দেখে যেতে পারেনি বলে কিছুটা আফসোস রয়ে গেছে ছেলে শাশ্বত চট্টোপাধ্যায়ের।