Skip to content

‘সামান্য ”Umbrella” বানান জানে না, আবার ইংরেজিতে পাশ করার আশা করছে?’ উচ্চ মাধ্যমিক ছাত্রীদের কটাক্ষ স্যান্ডি সাহার

    bhbfbb

    সম্প্রতি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক (higher secondary) পরীক্ষার ফলাফল। আর ফলাফল প্রকাশ হতেই রীতিমত ভাইরাল (viral) হলেন বেশকিছু ছাত্রী। এবার তাঁদেরকেই কটাক্ষ করলেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা (Sandy Saha)।

    বিষয়টা হল, উচ্চ মাধ্যমিকের (higher secondary) ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই বেশ কিছু ছাত্রীরা স্যোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল (viral) হয়েছে। এমনকি এতোটাও জনপ্রিয় হয়ে উঠতে পারেননি প্রথম স্থানাধিকারী অদিশা দেবশর্মাও। কারণ এই ভাইরাল হওয়া ছাত্রীরা কেউই পাশ করতে পারেননি।

    ফলাফল প্রকাশ হওয়ার পরই দেখা যায় রাস্তায় অবরোধে বসেছে একদল ছাত্রী। তাঁদের দাবী, তাঁদেরকে জোর ফেল করানো হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে পাশ করলেও ইংরেজিতে ভালো হওয়া সত্ত্বেও এই ৭ জন ধর্নাকারী ছাত্রীদের কেন ফেল করানো হয়েছে? তাঁদের দাবী, পাশ করিয়ে দিতে হবে।

    এমন সময় সেখানে উপস্থিত হয় বিভিন্ন সাইটের সাংবাদিকরা। তাঁরা ছাত্রীদের দাবী শোনার পাশাপাশি, তাঁদের এই ধর্না কভার করতে থাকেন। এরই মধ্যে একজন সাংবাদিক ধর্নায় বসা এক ছাত্রীর কাছে ‘Umbrella’ বানানটি জানতে চান। আর তাতেই ঘটে বিপত্তি।

    উচ্চ মাধ্যমিক (higher secondary) ফেল করা সেই ছাত্রী বলেন ‘Amrela’। এমনকি পাশের জনের কাছ থেকে কিছুটা শুনে এই বানানটিই তিনি সাংবাদিককে বলেন। আবার ঘুরিয়ে সাংবাদিককে বলেন, ‘আপনারা এসব জিজ্ঞাসা করতে এসেছেন?’

    এই ভিডিওটি স্যোশাল মিডিয়ায় শেয়ার হতেই শুরু হয়েছে ট্রোলের বন্যা। সমালোচনা থেকে শুরু করে মজাদার গান, কোন কিছুই বাদ যায়নি। সেইসঙ্গে যে কিনা সামান্য ‘Umbrella’ বানান জানে না, সেই ছাত্রী কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, এমন প্রশ্নও তুলেছেন অনেকে।

    img 20220617 130131

    এই দলে এবার নাম লেখালেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা (Sandy Saha)। এই ভিডিও দেখে সেই ছাত্রীদের উদ্দেশ্যে স্যান্ডি সাহা (Sandy Saha) বলেন, ‘যারা কিনা এই সামান্য বানানটি সঠিক ভাবে বলতে পারছে না, তাঁরা কিভাবে ইংরেজিতে পাশ করার আশা করছে?’