ইউটিউবের সঙ্গে যদি আপনার পরিচয় থাকে, তাহলে সন্দীপ মহেশ্বরীকে (Sandeep Maheshwari) চেনেন না এমন মানুষ বোধ করি খুঁজে পাওয়া মুসকিল। তাঁর অনুপ্রেরণা মূলক ভিডিও, বদলে দিয়েছে হাজার হাজার মানুষের জীবন। তবে শুধুমাত্র একজন সফল ইউটিউবারই নয়, আরও একটা পরিচয় রয়েছে এই মানুষটার। imagesbazaar.com নামক একটি ফটোগ্রাফি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং সিইও হলেন সন্দীপ মহেশ্বরী।
আজকে তাঁর ইউটিউব নয়, এই ফটোগ্রাফি ওয়েবসাইটের বিষয়ে আলোচনা করব। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সন্দীপ মহেশ্বরী। তাঁর বাবা রূপ কিশোর মহেশ্বরীর ছিলেন পেশায় একজন অ্যালুমিনিয়ামের ব্যবসায়ী। তবে পড়াশুনা চলাকালীন বাবার এই ব্যবসা কোন কারণে বন্ধ হয়ে যাওয়ার পর গভীর সংকটে পড়ে সন্দীপ মহেশ্বরীর পরিবার।
পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে দ্বাদশ শ্রেণীতে পড়াশুনা করার পাশাপাশি কাজে যোগ দেন তিনি। তবে কিরোরি মাল কলেজ থেকে বি.কম পড়ার সময় পরিবারের অবস্থা আরও বেশি খারাপ হয়ে পড়ায় মাঝপথেই পড়াশুনা ছাড়তে হয় সন্দীপ মহেশ্বরীকে।
এরপর নিজের চেষ্টাতেই নিজস্ব একটি অডিও ভিজ্যুয়াল প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি শুরু করেন সন্দীপ মহেশ্বরী (Sandeep Maheshwari)। কিন্তু সেটিও বন্ধ হয়ে যায়। তবে আশা না ছেড়ে ২০০২ সালে ৩ বন্ধুর সঙ্গে একটি কোম্পানি শুরু করেন তিনি। কিন্তু মাস ছয়েক চলার পর, তাও বন্ধ হয়ে যায়।
তবে প্রথম থেকেই ফটোগ্রাফির উপর বেশ গুরুত্ব দিতেন সন্দীপ মহেশ্বরী। ভালোলাগার এই বিষয়টির কারণে প্রায়ই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তেন তিনি। এইভাবে ২০০৩ সালে ১০.৪৫ ঘণ্টায় ১২২ মডেলের দশ হাজারেরও বেশি ছবি তুলে বিশ্ব রেকর্ড করে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলেন তিনি। এরপরই এই বিষয় নিয়েই কেরিয়ার তৈরি করার সিদ্ধান্ত নেন সন্দীপ মহেশ্বরী।
যেমন ভাবা, ঠিক তেমন কাজ। নিজ উদ্যোগেই একটি কোম্পানি খুলে ফেলেন সন্দীপ মহেশ্বরী। নাম দেন imagesbazaar.com। প্রথমটায় তাঁর এই ওয়েবসাইটে ভারতীয় মডেল এবং ভারতীয় ফটোগ্রাফারদের ছবি রাখতেন সন্দীপ মহেশ্বরী। সময়ের সঙ্গে সঙ্গে এটা উন্নত করতে থাকেন তিনি। দিনরাত কাজ করার মধ্য দিয়ে বিশ্বব্যাপী মডেলের ছবি রাখাও শুরু করে আজকের দিনে তাঁর এই কোম্পানিতে লক্ষ লক্ষ ছবি রয়েছে। আজ তাঁর এই সাইটে ছবি কেনা বেচার মধ্যে দিয়ে ৩০ টিরও বেশি দেশের মানুষ যুক্ত রয়েছেন। সেইসঙ্গে ভারতীয় তরুণদের প্রেরণার আইকন হয়েছেন সন্দীপ মহেশ্বরী (Sandeep Maheshwari)।