Skip to content

ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বলে কথা, দেখুন দর্শকদের মনে কতখানি জায়গা করল খিলাড়ি অক্ষয় কুমারের ছবি সম্রাট পৃথ্বীরাজ

    মুক্তি পেল চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj)। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারকে (akshay kumar)। মধ্যযুগীয় কবি চাঁদ বারদাই-এর মহাকাব্য ‘পৃথ্বীরাজ রাসো’ অবলম্বনে নির্মিত এই ছবিতে অক্ষয় কুমার অর্থাৎ সম্রাট পৃথ্বীরাজের স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে মানুষি চিল্লার‌কে।

    এই ছবির ট্রেলার মুক্তি পেতেই দর্শকদের একাংশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। কিন্তু আর একাংশ দর্শক এই ছবি নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছিল। ২৬ বছর বয়সী সম্রাট পৃথ্বীরাজের চরিত্রে কেন ৬০ বছর বয়সী অক্ষয় কুমারকে (akshay kumar) নেওয়া হল, এই নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

    এই ছবির ট্রেলারে দেখানো হয়েছিল, দেশকে বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য মহম্মদ ঘোরির সঙ্গে সম্রাটের যুদ্ধ বেঁধেছিল। আর সেই যুদ্ধেই মারা যান সম্রাট পৃথ্বীরাজ। এই ছবির পরিচালক জানিয়েছেন, প্রায় দুই দশক ধরে ভালো করে রিসার্চ করার পর, এই ছবি তৈরি করেন তিনি। আর অক্ষয় কুমারও নিজের ৩০ বছরের কেরিয়ারে এমন ছবিতে কাজ করতে পেরে ভীষণই গর্বিত।

    তবে এবার আসুন জেনে নেওয়া যাক, ছবি মুক্তি পরই কি প্রতিক্রিয়া দিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা।

    এই ছবি দেখার পর স্যোশাল মিডিয়ায় একদিকে প্রশংসা এবং অন্যদিকে নিন্দার ঝড় উঠেছে। কেউ লিখেছেন, ‘কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা বাদ দেওয়া হয়েছে সিনেমায়। তারউপর বড্ডো বিক্ষিপ্ত চিত্রনাট্য। এমনকি যুদ্ধের সিন গুলো খুবই খারাপ’।

    কিন্তু অনেকে আবার প্রশংসা করে লিখেছেন, ‘আমাদের আইডল হলেন অক্ষয় কুমার (akshay kumar)। তাঁর এই ছবি দেখার জন্য আমাদের সংস্থা থেকে ৪ ঠা জুন বিশেষ ছুটির ব্যবস্থা করে কর্মচারী এবং তাঁদের পরিবারের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করা হয়েছে’।

    অন্যদিকে এই ছবির বিষয়ে বলিউড অভিনেতা অজয় দেবগন ট্যুইটে লেখেন, ‘বড় পর্দায় উপভোগ করা উচিত সম্রাট পৃথ্বীরাজ, এটি অত্যন্ত একটি বড় উদ্যোগ। আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল বন্ধু অক্ষয় এবং ওর পুরো টিমের জন্য’।