Skip to content

ফিল্মের জন্য পুরো চেহারা বদলে ফেলেছেন সালমান খান, প্রকাশ্যে এল ‘কভি ঈদ-কভি দিওয়ালি’র প্রথম পোস্টার

    বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ভাইজান, যার কট্টর ভক্তরা রয়েছেন গোটা দেশ জুড়ে। জনপ্রিয়তার দিক থেকে তার স্থান অনেক উঁচুতে। অভিনয় জীবনে বহু সুপার হিট ছবি উপহার দিয়েছেন “সালমান খান” (Salman khan)। সম্প্রতি অভিনেতা তার আসন্ন ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন বলে জানা যাচ্ছে। যদিও এখনো সঠিক জানা যায়নি তার পোস্ট করা নতুন লুকের ছবিটি কোন সিনেমার।

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন সালমান খান। ধারণা করা হচ্ছে এই লুকটি তার আসন্ন ছবি ‘কভি ঈদ কাভি দিওয়ালি’-এর। বেশ কিছু দিন যাবত তার আসন্ন ছবি ‘কভি ঈদ কাভি দিওয়ালি'(Kavi Eid Kavi Diwali) নিয়ে ভালোই আলোচনা শোনা যাচ্ছে। যদিও নির্মাতা বা সালমানের পক্ষ থেকে তেমন কোনো ঘোষণা পাওয়া যায়নি।

    তবে সালমানের ভক্তরা এটা ভেবেই নিয়েছেন তার নতুন লুক ‘কভি ঈদ কাভি দিওয়ালি’ এর। ছবিটিতে সালমান খানকে চশমা পরা এবং বড় চুলে দেখা যাবে। অভিনেতা তার হাতে একটি রড ধরে আছেন এবং তাকে খুব রাগান্বিতও দেখা যাচ্ছে। সালমান খানকে দেখে অনুমান করা যাচ্ছে এই ছবিটি অ্যাকশন ধর্মী হতে চলেছে। অভিনেতা ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু করছি’।

    সালমান খান ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে পূজা হেগড়ে, (Puja hegare) আয়ুষ শর্মা (Aush Sharma) এবং জহির ইকবালকে (Jahir Iqbal)। অভিনেতার অন্যান্য ছবির কথা বলতে গেলে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছাড়াও সালমান খানকে ‘টাইগার 3’ ছবিতে দেখা যাবে খুব শীঘ্রই। মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার 3’ ছবিতে সালমানের সাথে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি। এই ছবিটি ২১শে এপ্রিল, ২০২৩ এ মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।