Skip to content

এখনও আইবুড়ো রয়েছেন বলিউডের দাবাং খান, বিয়েতে ভয় থাকার কারণ জানালেন সলমন খান

  হিন্দি বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় সুপারস্টার হলেন সলমন খান (salman khan)। বলি ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে দাপিয়ে বেড়ালেও, এই অভিনেতা ব্যক্তিগত জীবনে এখনও নিজের জীবনসঙ্গীকে খুঁজে পাননি। বলিউডের একাধিক অভিনেত্রীদের সঙ্গে তাঁর নাম জড়ালেও, এখনও কারো সঙ্গে সাত পাকে বাঁধা পরেননি সলমন খান।

  খুব অল্প সময়ের মধ্যেই নিজের একটা বিশাল ফ্যানবেস তৈরি করতে সক্ষম হয়েছেন এই অভিনেতা। অসাধারণ অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর চেহারা, সবকিছু মিলিয়ে বর্তমান সময়ে কোটি কোটি ভক্তদের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন সলমন খান (salman khan)

  তবে ব্যক্তিগত জীবনে এখনও একা রয়েছেন সলমন খান। ৫৬ বছর বয়সে দাঁড়িয়েও এখনও বিয়ে করেননি তিনি। ভাইজানের এই সিদ্ধান্ত নিয়ে একেবারেই খুশি নন তাঁর ভক্তরা। ফ্যানরা সলমন খানের বিয়ে নিয়ে উদগ্রীব হয়ে রয়েছেন। তবে বিয়ে করতে সলমন খানের একটা ভয় রয়েছে বলে জানা গিয়েছে।

  সম্প্রতি সলমন খানকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের বিষয়ে তিনি ভীষণই আবেগপ্রবণ। কারণ, এবিষয়ে সকলেই অবগত যে সলমন খান তাঁর পরিবারের প্রতি কতোটা দায়িত্ববান। পরিবারের প্রতিটি মানুষকে তিনি কতোটা ভালোবাসেন। এমনকি শ্যুটিং সেরে সোজা বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি।

  অভিনয় জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সলমন খানের। তাঁদের মধ্যে যাদের সঙ্গেই সম্পর্ক বিয়ে অবধি গড়িয়েছে, তখনই তিনি সেই মানুষটিকে তাঁর পরিবারের ন্যায় গুরুত্ব দিতে অসমর্থ হয়েছেন। সলমন খান মনে করেন, কোন প্রতিশ্রুতি দিলে, তা পালন করা উচিত। মাঝপথে ছেড়ে যাওয়া উচিত নয়।

  রিপোর্ট বলছে, জীবনে দুবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সলমন খান (salman khan)। প্রতিবারই তিনি নাকি বিয়ের পর পরিবারের মত করে তাঁর স্ত্রীকে গুরুত্ব দিতে পারবেন কিনা, এই বিষয়ে ভেবে পিছিয়ে গিয়েছেন। আর বিয়ে নিয়ে এরকম একটা সংশয় থাকায়, আজও অবিবাহিত রয়েছেন বলিউডের সল্লু ভাই।