কেউ বলেন দাবাং বা কেউ বলেন ভাইজান বলিউড সুপারস্টার “সলমান খান” (Salman Khan) সম্প্রতি ৫৭ বছরে পা দিলেন। ইন্ডাস্ট্রির বড় ও নামি সুপারস্টারদের মধ্যে রয়েছে তার নাম। জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতাদের মধ্যে অন্যতম অভিনেতা সলমান। এর পাশাপাশি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের তালিকাতেও রয়েছেন ভাইজান।
রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট সালমান থাকেন তার দাম প্রায় ১০০ কোটি টাকা। এর বাইরেও সালমানের একটি ফার্ম হাউস রয়েছে। যেটি ১৫০ একর এলাকা জুড়ে তৈরি করা। এই ফার্ম হাউসে প্রায়ই সালমান তার অবসর সময় কাটান। এবং এখানে থাকতে তিনি খুবই পছন্দ করেন। যদি সালমানের পারিশ্রমিকের সম্পর্কে বলা হয়, তাহলে একটি ছবিতে অভিনয়ের জন্য সালমান ৭৫-৮০ কোটি টাকা চার্জ করেন।
সালমানকে রিয়েলিটি শো ‘বিগ বস’ এর হোস্ট হিসেবে দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী, বিগ বস সিজন ১৬ হোস্ট করার জন্য সলমান ১০০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ভাইজানের সব বাড়ি এবং গাড়ি মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ জানা যায় প্রায় ২৯০০ কোটি টাকা। সলমান খানের গ্যারেজে রেঞ্জ রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজারের মত বেশ কয়েকটি নামি কোম্পানির বিলাসবহুল গাড়ি রয়েছে। যার দাম প্রায় ২- ২.৩০ কোটি টাকা।
খবর অনুযায়ী, সালমান খানের নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে, যেখান থেকে তিনি উপার্জন করেন কোটি কোটি টাকা। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের প্রোমোশন করে থাকেন অভিনেতা, যার জন্য তিনি মোটা অংকের টাকা নিয়ে থাকেন। সলমান প্রতিদিন কত টাকা আয় করেন, তার কোনও সঠিক তথ্য না থাকলেও, রিপোর্ট বলছে তিনি প্রতিদিন প্রায় ১কোটি টাকার বেশি আয় করেন।