Skip to content

বয়স বেড়েছে তো তাতে কী! বলিউডে হাঁটুর বয়সী এই ৭ সুন্দরী নায়িকার সাথে পর্দায় চুটিয়ে রোমান্সে মেতেছেন সালমান খান

  বিটাউনের স্টারদের মধ্যে জনপ্রিয়তার প্রথম সারিতেই রয়েছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান (Salman Khan)। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে একটা শক্তিশালী জায়গা করে নিয়েছেন সলমন খান (Salman Khan)।

  সিলভার স্ক্রীনের পর্দায় সলমন খানের (Salman Khan) এন্ট্রি হতেই শুরু হয় হাততালির ঝড়, সেইসঙ্গে পড়তে থাকে একের পর এক সিটি। তবে বলিউডের এই তারকার নামের পাশে বিতর্কও কিন্তু কিছু কম হয়নি। তা সত্ত্বেও বলিপাড়ায় এমন কোন অভিনেত্রী নেই, যিনি একবার হলেও এই অভিনেতার সঙ্গে জুটি বাঁধেননি।

  ঐশ্বর্য থেকে শুরু করে সোনম কাপুর, সমবয়সী থেকে শুরু করে হাঁটুর বয়সী অভিনেত্রীদের সঙ্গেও অভিনয় করতে দেখা গিয়েছে সলমন খানকে। সবার সঙ্গেই সমান ভাবে রোমান্স ফুটিয়ে তুলেছেন চলচ্চিত্রের পর্দায়।

  স্নেহা উল্লাল (Sneha Ullal)- ২০০৫ সালের ‘লাকি-নো টাইম ফর লাভ’ ছবিতে একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল সলমন খান এবং স্নেহা উল্লালকে। এই ছবিতে অভিনয়ের সময় সদ্য ১৮-র গন্ডি পেরিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ওদিকে ভাইজান তখন ৪১-র পুরুষ।

  সোনাক্ষি সিনহা (Sonakshi Sinha)- ‘দাবাং’ ছবির হাত ধরেই বলিউডে পদার্পণ করেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষি সিনহা। আর মাত্র ২৩ বছর বয়সে প্রথম ছবিতেই তাঁর বিপরীতে দেখা গিয়েছিল ৪৫ বছর বয়সী সলমন খানকে।

  আয়েশা টাকিয়া (Ayesha Takia)- একটা সময় বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে ছিলেন আয়েশা টাকিয়া। চলচ্চিত্র জগতে অভিনয় করেত গিয়ে সলমন খানের সঙ্গেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। এই জুটি দেখা গিয়েছিল ওয়ান্টেড ছবিতে, যখন আয়েশা ছিলেন ২৩ বছরের এবং সলমন ছিলেন বছর ৪৪ -র।

  দিশা পাটানি (Disha Patani)- বিটাউনের অন্যতম হট নায়িকা হলেন দিশা পাটানি, যিনি সর্বদাই নিজের বোল্ডনেসের জন্য সংবাদ শিরোনামে বিচরণ করেন। ‘রাধে’ সিনেমাতে ২৭ বছরের বড় সলমন খানের সঙ্গে দারুণ রোমান্স করতে দেখা গিয়েছিল এই নায়িকাকে।

  সাই মাঞ্জকার (Saiee Manjrekar)- ‘দাবাং 3′ ছবিতে সলমন খানের বিপরীতে দেখা গিয়েছিল মহেশ মাঞ্জরেকরের মেয়ে সাই মাঞ্জরেকারকে। জানা যায়, সাইয়ের থেকে ৩৩ বছরের বড় সলমন খান।

  অনুষ্কা শর্মা (Anushka Sharma)- ‘সুলতান’ ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল সলমন খান এবং বিরাট ঘরণী অনুষ্কা শর্মাকে। জানা যায় সেই সময় সলমন খান ৫১ বছর পার করে ফেললেও, অনুষ্কার তখন মাত্র ২৮ বছর বয়স।

  সোনম কাপুর (Sonam Kapoor)- বিটাউনে এমন কোন অভিনেত্রী বাদ নেই, যার সঙ্গে চলচ্চিত্রের পর্দায় জুটি বাঁধেননি সলমন খান। তাঁর মধ্যে একজন হলেন বর্তমান প্রজন্মের নায়িকা সোনম কাপুর। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রেম রতন ধন পায়ো’তে এই জুটিকে দেখা গিয়েছিল। ২০ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্সের এই ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে।