বর্তমান সময়ে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ (kabhi eid kabhi diwali) ছবি নিয়ে সংবাদ শিরোনামে রয়েছেন সলমন খান (salman khan)। এই ছবিতে বলি অভিনেতাদের পাশাপাশি দেখা যাবে দক্ষিণি অভিনেতা অভিনেত্রীদেরও- এমনটা জানা গিয়েছে। সূত্রের খবর, পূজা হেগড়ে, ভেঙ্কটেশ এবং রাঘব জুয়ালকে দেখা যাবে এই ছবিতে।
সম্প্রতি সময়ে বাংলা, হিন্দি অপেক্ষা দক্ষিণি সিনেমার প্রতি বেশি ঝোঁক বাড়ছে মানুষের। দর্শকদের মধ্যে দক্ষিণি সিনেমা, অভিনেতা অভিনেত্রীদের স্টাইল, সংলাপ নিয়ে বেশি চর্চা হচ্ছে। ধারণা করা হচ্ছে, সেই কারণেই সলমন খান (salman khan) তাঁর এই ছবিতে দক্ষিণি অভিনেতা অভিনেত্রীদের রেখেছেন।
ইতিমধ্যেই পূজা হেগড়ে এবং ভেঙ্কটেশ এই ছবিতে থাকার পর সলমন খান (salman khan) তাঁর এই ছবিতে জগপতি বাবুকেও নিচ্ছেন বলে জানা গিয়েছে। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে, ‘এই ”কাভি ঈদ কাভি দিওয়ালি”(kabhi eid kabhi diwali) ছবিটিকে প্যান ইন্ডিয়া ফিল্ম তৈরি করার জন্য কাস্টিং-এ কোন খামতি রাখতে চাননি সলমন খান। এই ছবির জন্য টিমের সঙ্গে মিলিতভাবে এই ছবির জন্য অভিনেতা অভিনেত্রীদের বেছে নিয়েছেন সলমন খান। প্রথমে এই ছবির জন্য পূজা হেগড়ে, এরপর তাঁর বন্ধু ভেঙ্কটেশকে নিয়েছিলেন। তারপর এই ছবির প্রয়োজনে জগপতি বাবুকেও (Jagapathi Babu) নেন সলমন খান’।
জানা গিয়েছে, পূর্বে দাবাং 3-র জন্য জগপতিকে অফার করেছিলেন। কিন্তু সময়ের অভাবে তিনি সেই সিনেমার অংশ হতে পারেননি। তবে বর্তমান সময়ে এই ছবির জন্য সলমন খান তাঁকে অফার করতেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান জগপতি বাবু (Jagapathi Babu)’। সূত্রের খবর, এই ছবিতে সলমন খানের বিরুদ্ধে একজন দক্ষ খলনায়কের প্রয়োজন ছিল। যে চরিত্রে জগপতি বাবু (Jagapathi Babu) ছাড়া আর কারো কথা ভাবতে পারেননি সলমন খান।
এই ছবিতে আবার সলমন খানের ভাইয়ের ভূমিকায় দেখা যাবে জাসি গিল ও সিদ্ধার্থ নিগমকে। সেইসঙ্গে রাঘবকেও সলমন খানের ভাই হয়ে উঠবেন বলে জানা গিয়েছে। সবমিলিয়ে কাস্টিংর বিচারে ধারণা করা হচ্ছে, ধামাকাদার একটি ছবি হতে চলেছে ”কাভি ঈদ কাভি দিওয়ালি”(kabhi eid kabhi diwali)।