বলিউডে ভাইজান নামে খ্যাতি লাভ করেছেন সলমন খান (salman khan)। শুধুমাত্র বলিউড নয়, গোটা দেশেই ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য ফ্যান। অসাধারণ অভিনয় দক্ষতার কারণে বিরাট সংখ্যক ভক্তদের হৃদয়ে বেশ শক্তিশালী জায়গা করে নিয়েছেন সলমন খান। প্রেক্ষাগৃহে তাঁর সিনেমা এলে এই ছবি হিট না হয়ে যায় না।
অন্যদিকে বিটাউনের অপর এক খ্যাতনামা অভিনেতা হলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। অভিনয় থেকে নাচ, সৌন্দর্যতা থেকে পার্সোনালিটি কোন দিকেই এই অভিনেতাকে হার মানানোর মত তারকা বলিউডে খুঁজে পাওয়া দুস্কর। সেইসঙ্গে রয়েছে দারুণ অ্যাকশন সেন্সও। সবমিলিয়ে বিরাট সংখ্যক ফ্যানবেস রয়েছে হৃতিক রোশনের।
তবে বর্তমান সময়ে সংবাদ শিরোনামে দেখা যাচ্ছে এই দুই তারকাকেই। জানা গিয়েছে, হৃতিক রোশনকে খুব খারাপ ভাবে অপমান করেছেন সলমন খান (salman khan)। যে কারণে সল্লু ভাইয়ের ফ্যানরাও তাঁর উপর কিছুটা ক্ষিপ্ত রয়েছেন। অপমানিত হয়ে চুপ করে বসে নেই হৃতিক রোশনও (Hrithik Roshan)। তিনিও ঘুরিয়ে জবাব দিয়েছেন সলমন খানকে।
বিষয়টা হল, ২০১০ সালে হৃতিক অভিনীত ‘গুজারিশ’ ছবিটি মুক্তি পাওয়ার পর এই ছবি সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন সলমন খান। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছিল তৎকালীন সময়ে। যে কারণে সলমন খানের উপর কিছুটা ক্ষিপ্ত রয়েছেন তাঁর এবং হৃতিকের ফ্যানরা। যেখানে ‘গুজারিশ’ ছবির প্রতিক্রিয়া দিতে গিয়ে সলমন খানকে বলতে শোনা গিয়েছিল, ‘ওনার এই ছবি চলাকালীন হলে শুধু মশা উড়ছিল। এমনকি কুকুরেরাও এই ছবি দেখতে আসেনি’।
এমন মন্তব্য করার পর থেকে ভীষণ ভাবে সমালোচিত হন সলমন খান (salman khan) এবং স্যোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোলও শুরু হয়। তবে অপমানিত হয়ে চুপ করে না থেকে যোগ্য জবাব দিয়েছিলেন হৃতিক রোশনও (Hrithik Roshan)। তিনি বলেছিলেন, ‘সলমন খানকে আমি অনেক বেশি সম্মান এবং শ্রদ্ধা করি। ওনার মতন এমন একজন সুপারস্টারের মুখে এমন সমালোচনা শোভা পায় না’। হৃতিকের থেকে এমন উত্তর পেয়ে অনেকেই তাঁর প্রশংসা করেছেন।